শুক্রবার, ১৫ জুলাই, ২০১৬, ০৩:০৯:২৭

ফ্রান্স হামলায় সেফটি চেক চালু করল ফেসবুক

ফ্রান্স হামলায় সেফটি চেক চালু করল ফেসবুক

আন্তর্জাতিক ডেস্ক : জঙ্গি হামলায় রক্তাক্ত হল ফ্রান্স। দেশটির নিস শহরে এই ট্রাক হামলায় নিহত হয়েছেন অন্তত ৮৪ জন। এছাড়া আহত হয়েছেন কমপক্ষে ১২০ জন, যার মধ্যে ১৮ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

হামলার পর নিস শহর ও এর আশপাশে অবস্থানরত ব্যবহারকারীদের জন্য সেফটি চেক চালু করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। গত পাঁচ সপ্তাহের মধ্যে এ নিয়ে তিনবার সেফটি চেক চালু করল সাইটটি।

অপশনটি চালু করায় এর মাধ্যমে নিজেদের নিরাপদ থাকার কথা অন্যদের জানাতে পারছেন আক্রান্ত এলাকায় থাকা ফেসবুক ব্যবহারকারীরা।
 
যে কোনো বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ বা সন্ত্রাসী হামলার পর দুর্গত বা আক্রান্ত স্থানে নিরাপদে থাকা মানুষের অবস্থান জানাতে ফেসবুকে দেওয়া হয় সেফটি চেক।
 
এর মাধ্যমে নিরাপদে থাকা ফেসবুক ব্যবহারকারীরা তাদের পরিবার-পরিজন ও বন্ধুদের জানাতে পারেন যে তিনি নিরাপদে রয়েছেন। কারণ, অনেক সময় এসব হামলার পর ফোনের নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়। তাই ফেসবুকের মাধ্যমে দেশে ও দেশের বাইরে থাকা সবাইকে নিরাপদে থাকার খবরটি দ্রুত জানানো যায়।

এর আগে তুরস্কের ইস্তাম্বুল বিমাবন্দরে আত্মঘাতী বোমা হামলার পরও সেফটি চেক চালু করে ফেসবুক।
১৫ জুলাই. ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে