আন্তর্জাতিক ডেস্ক : ডা: জাকির নায়েক শুক্রবার সৌদি আরব থেকে স্কাইপিতে বক্তব্য দিয়েছেন। এখানে ফ্রান্সে হামলার ঘটনায় নিন্দা জানান তিনি। তিনি বলেছেন, গত ২৫ বছর ধরে বক্তব্য দিচ্ছি। সব সময় যারা মানুষ হত্যা করে তাদের বিপক্ষে বক্তব্য দিয়েছে আসছি।
তিনি এখানে বলেছেন, আমার বক্তব্য নানাভাবে বিকৃত করেছে সংবাদমাধ্যম। তিনি জানান, মিডিয়ার তোলা সমস্ত অভিযোগ খারিজ করে স্বপক্ষে যুক্তি সম্বলিত একটি পেন ড্রাইভও সাংবাদিকদের হাতে তুলে দেবেন তিনি।
ডা: জাকির নায়েক এসময় বলেন, আমার জ্ঞানত কোনো জঙ্গির সাথে মেলামেশা নেই। কারও সাথে আমার কোনো সম্পর্ক নেই। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে কেউ যদি আমার ছবি তোলে তাহলে আমার কিছু করার নেই।
জাকির নায়েক বলেন, কোনো গোয়েন্দা প্রতিষ্ঠানের সাথে তার কোনো সম্পর্ক নেই। ভারত সরকারকে চ্যালেঞ্জ দিয়ে জাকির নায়েক বলেন, আপনারা তদন্ত করে দেখতে পারেন এসব বিষয়।
১৫ জুলাই ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর