আন্তর্জাতিক ডেস্ক : ডা: জাকির নায়েক শুক্রবার সৌদি আরব থেকে স্কাইপিতে বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, গত ২৫ বছর ধরে বক্তব্য দিচ্ছি। সব সময় যারা মানুষ হত্যা করে তাদের বিপক্ষে বক্তব্য দিয়েছে আসছি।
পিস টিভিকে অনুমতি দেয়নি ভারত সরকার। জাকির নায়েক বলেন, এর একটা কারণ আমি আন্দাজ করতে পারি। আর সেটি হলো ‘পিস টিভি ইসলামিক চ্যানেল তাই এটা করা হয়েছে’।
জাকির নায়েক বলেন, পিস টি ভি একটা মুসলিম চ্যানেল, এটা ইসলামি চ্যানেল। সেজন্যই অনুমতি দেয় নি ভারত সরকার। জাকির নায়েকের বিষয়ে তদন্ত করছে ভারত সরকার। এ বিষয়ে তিনি বলেন, ভারত ও বাংলাদেশ সরকারকে চ্যালেঞ্জ দিয়ে বলছি তারা কোনো অভিযোগ পাবেন না।
জাকির নায়েকের দাবি তার বক্তব্য ভুলভাবে প্রকাশ করেছে মিডিয়া। পিস টিভিতে তার দেয়া বক্তব্যর সাথে ইউটিউবে ছড়িয়ে দেয়া বক্তব্যর মিল নেই বলেও এ সময় দাবি করেন ডা: জাকির নায়েক।
১৫ জুলাই ২০১৬/এমটিনিউজি২৪/হাবিব/এইচআর