শুক্রবার, ১৫ জুলাই, ২০১৬, ০৫:১৩:২৬

আকাশে সেলফি, ৬ বিমানচালকের বিরুদ্ধে তদন্ত!

আকাশে সেলফি, ৬ বিমানচালকের বিরুদ্ধে তদন্ত!

আন্তর্জাতিক ডেস্ক : সেলফি ম্যানিয়ায় আক্রান্ত সমুদ্র-হিমাচল। জলে, স্থলে অন্তরীক্ষে ক্রমে ছড়িয়ে পড়ছে সেলফি ভাইরাস। সেলফি জ্বরে কাবু কম বেশি সকল শ্রেণীর মানুষই। এবার এই সেলফি শিকার হলেন IndiGo এয়ারলাইন্সের ৬ জন পাইলট।

তাদের বেপরোয়া, দায়িত্বজ্ঞানহীন কাজের জন্যে এবার মাসুল গুনতে হবে। আকাশে থাকাকালীন কিংবা রানওয়ে দিয়ে যাওয়ার সময়ে ককপিটে বসে সেলফি তুলেছেন IndiGo-র এই ৬ জন পাইলট। তাদের এই কাজের জবাবদিহিতা চেয়েছেন সিভিল অ্যাভিয়েশনের ডিরেক্টর জেনারেল। আর এই নিয়েই বসছে তদন্ত কমিটি।

যে ৬জনের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ এসেছে তারা হলেন ক্যাপটেন দীপক হুডা, ফার্স্ট অফিসার বৈভব রাঠোর, সতীশ বি আইয়ার, নীপেন্দ্র জিত্‍‌ খোকার, রাজ বারোট এবং আভাস গুপ্তা।

বেঙ্গালুরুর এক অ্যাক্টিভিস্ট, অলোক নরুলা রাইট টু ইনফর্মেশনের অন্তর্গত সিভিল অ্যাভিয়েশনের ডিরেক্টর জেনারেল-এর কাছে প্রশ্ন রেখেছিলেন, কী করে কর্মরত অবস্থায় এই ছ'জন এমন কাজ করতে পারেন। তার জবাবে অ্যাভিয়েশনের ডিরেক্টর জেনারেল-এর পক্ষ থেকে উত্তর আসে ২ জুন। সেই চিঠির বক্তব্য, 'এটি খুবই গুরুতর অভিযোগ। তারা নিয়মভঙ্গ করেছেন। আমরা আরও প্রমাণ জোগাড় করছি। দোষী সাব্যস্ত হলে যথাযথ শাস্তি দেয়া হবে তাদের।'

ককপিটে বসে ডিজিটাল ক্যামেরায় তোলা এই সব ছবি তারা তাদের ফেসবুক পেজে পোস্ট করেন। যদি নিয়ম এবং শর্তাবলী অনুযায়ী বিমানচালক এবং বিমানকর্মীরা ডিউটিতে থাকাকালীন বিমানের ভিতর কোনো ক্যামেরা নিয়ে যেতে পারেন না। এমনকি মোবাইল থেকেও কোনো ছবি তোলা বেআইনি। এমনকি মিউজিক প্লেয়ারও নিষিদ্ধ।-টাইমস অফ ইন্ডিয়া
১৫ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে