আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘থাড’ মোতায়েনের বিরুদ্ধে ফের বিক্ষোভ শুরু দক্ষিণ কোরিয়া। বিক্ষোভের মধ্যে থেকে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী হোয়াং কিয়ো-আহ’র ওপর ডিম ও পানির বোতল ছূড়ে মারে বলে অভিযোগ। বৃহস্পতিবার থেকে দক্ষিণ কোরিয়ার শহর সিয়ংজুতে বিক্ষোভ শুরু করেছেন স্থানীয় মানুষজন।
প্রসঙ্গত, এই শহরেই আমেরিকা ও দক্ষিণ কোরিয়া থাড মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। আর তার কারণেই এই বিক্ষোভ। বিক্ষোভে প্রায় ৩,০০০ মানুষ অংশ নেয়। এই শহর থেকে অবিলম্বে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের পরিকল্পনা বাতিল করার আবেদন জানানো হয়েছে। বাতিল না হলে আগামিদিনে বড়সড় আন্দোলনের হুমকি আন্দোলনকারীদের।
উল্লেখ্য, বুধবার দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামী বছরের শেষ নাগাদ সিয়ংজু শহরে থাড মোতায়েনের কাজ শেষ করা হবে। শহরটি রাজধানী সিউল থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত এবং সেখানে ৪৫ হাজার মানুষের বসবাস রয়েছে। থাড মোতায়েনের বিষয়ে সরকারের ঘোষণায় জনগণ ক্ষুব্ধ হয়ে উঠেছে। তা থামাতে আজ শুক্রবার ঘটনাস্থলে যান প্রধানমন্ত্রী। যাতে সেখানকার জনগণকে আশ্বস্ত করা যায়। কিন্তু বিক্ষুব্ধ জনতা কিছু শুনে ওঠার আগেই তার ওপর ডিম ও পানির বোতল ছুঁড়ে মারে।
১৫ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই