শুক্রবার, ১৫ জুলাই, ২০১৬, ০৮:০৩:৩১

ফ্রান্সে সন্ত্রাসী হামলার সময় হারিয়ে যাওয়া শিশুকে খুঁজে পেল ফেসবুকের মাধ্যমে

ফ্রান্সে সন্ত্রাসী হামলার সময় হারিয়ে যাওয়া শিশুকে খুঁজে পেল ফেসবুকের মাধ্যমে

আন্তর্জাতিক ডেস্ক : রক্তে তখন ভেসে যাচ্ছে পথ। এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে লাশ। একটু আগেই উন্মত্ত ট্রাক যাদের পিষে দিয়ে গেছে। আলোর উৎসব পরিণত হয়েছে কান্নার রোলে। হুড়োহুড়ি, ছুটোছুটি করে যে যেখানে পেরেছেন নিরাপদ আশ্রয় নিয়েছেন। তাদেরই একজন তিয়াভা ব্যানার। কোনোমতে একটা জায়গায় দাঁড়িয়ে তিনি হঠাৎ দেখেন, তাদের কাছে নেই আটমাসের শিশুপুত্র। কী করবেন ভেবে উঠতে পারেননি।

ফেসবুকে ওই বাচ্চার ছবি পোস্ট করেন তিনি। লেখেন, আটমাসের একটি বাচ্চাকে হারিয়েছেন। যদি কেউ তাকে পেয়ে থাকেন। যদি কেউ তাকে দেখে থাকেন দয়া করে যেন যোগাযোগ করেন তার সঙ্গে। হু হু করে শেয়ার হতে থাকে সেই পোস্টটি।     

পরে ফেসবুকে নিজের স্ট্যাটাস আপডেট করেন তিয়াভা ব্যানার। সঙ্গে ওই বাচ্চার ছবি। জানান, ফিরে পেয়েছেন তাকে। ধন্যবাদ জানান সবাইকে। ফেসবুককেও। একইসঙ্গে জানান, তিনি ওই বাচ্চার মা নন। বাচ্চাটির পরিবারের সবাই আহত হয়ে হাসপাতালে ভর্তি।
১৫ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে