আন্তর্জাতিক ডেস্ক : হিজবুল মুজাহিদিন জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুকে কেন্দ্র করে অব্যাহত কূটনৈতিক মহলের আলোচনা। এর আগে ভারতের রাষ্ট্রদূতকে তলব করে কাশ্মীরের ঘটনার জবাব চায় পাকিস্তান। এরপর জাতিসংঘেও কাশ্মীরে অশান্তির ঘটনায় ভারতকে দায়ি করে। ছেড়ে কথা বলেননি ভারতীয় প্রতিনিধিরাও। জাতিসংঘে পাকিস্তানকে কড়া জবাব দেয় ভারত। পাশাপাশি পাকিস্তানকে কড়া জবাব দেন পররাষ্ট্রমন্ত্রনালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপও। পাকিস্তান জঙ্গিদের মদত দিচ্ছে বলেও সরাসরি অভিযোগ করেন তিনি।
এই অভিযোগের পরই নিজেদের অবস্থান বদলায়নি পাকিস্তান। নওয়াজ় শরিফের কথাতেই তা স্পষ্ট। এর আগে জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুতে শোকপ্রকাশ করেছিলেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ় শরিফ। আজ তিনি জানান, ওয়ানির মৃত্যু এবং জম্মু-কাশ্মীরে “ভারতীয় বর্বরতার” বিরুদ্ধে পাকিস্তান কালো দিবস পালন করবে। ১৯ জুলাই পালিত হবে কালো দিবস।
আজ লাহোরে ক্যাবিনেট মিটিংয়ে অংশ নেন শরিফ। সেখানে জম্মু-কাশ্মীর প্রসঙ্গ ওঠে। ওই মিটিংয়েই ১৯ জুলাই কালো দিবস পালনের কথা বলেন তিনি। তা মেনে নেন ক্যাবিনেট সদস্যরা। বৈঠক থেকে শরিফ বলেন, “কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার ফিরিয়ে দিতে নৈতিক, রাজনৈতিক, কূটনৈতিক সমর্থন করবে পাকিস্তান।” তিনি কাশ্মীরের আন্দোলনকে স্বাধীনতার আন্দোলন বলেও মন্তব্য করেন। তার অভিযোগ, ভারতের বর্বরতা স্বাধীনতার লড়াইকে আরো বেশি জাগ্রত করেছে। জম্মু-কাশ্মীরে সেনা মোতায়েন করেও কাশ্মীরিদের আন্দোলনকে আটকানো সম্ভব হয়নি।
প্রত্যেক দপ্তরকে জম্মু-কাশ্মীর ইস্যু আন্তর্জাতিক স্তরে তুলে ধরতে নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। সেইসঙ্গে ক্যাবিনেটের তরফ থেকে কাশ্মীরে মৃতদের “শহিদ” বলেও আখ্যা দেয়া হয়েছে।
১৫ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই