আন্তর্জাতিক ডেস্ক : ৪ বছর আগে কোটি টাকার জামা কিনে খবরের শিরোনাম হয়েছিলেন ইনি। এবারেও শিরোনামে, কিন্তু অন্য কারণে।
২০১২ সালে তিনি সংবাদের শিরোনামে উঠে এসেছিলেন ১.২ কোটি টাকার সোনার জামা কিনে। পুনের পিম্পড়ি-চিঞ্চওয়াড় শিল্পাঞ্চলের বাসিন্দা দত্তাত্রেয় ফুঙ্গে নিহত হলেন তার ২২ বছরের ছেলের সামনে।
গতকাল টাউনশিপের দিঘি অঞ্চলের একটি খোলা মাঠে তাকে আক্রমণ করেন ১২ জন আততায়ী। তারা সমবেতভাবে ফুঙ্গেকে (৪৮) আক্রমণ করে ধারালো অস্ত্র নিয়ে। পাশাপাশি তারা ফুঙ্গেকে লক্ষ্য করে পাথরও ছোড়ে মারে।
ফুঙ্গেকে একটি জন্মদিনের নিমন্ত্রণের কথা বলে সেখানে নিয়ে যাওয়া হয়। পরে একইভাবে নিমন্ত্রণ পেয়ে সেখানে পৌঁছেন ফুঙ্গের ছেলে। এরপর তার চোখের সামনেই ফুঙ্গেকে গুলি করে হত্যা করা হয় বলে জানা গেছে।
মূলত মহাজনী এবং চিট ফান্ডের ব্যবসা করতেন ফুঙ্গে। তার স্ত্রী পুনের মিউনিসিপ্যাল করপোরেশনের সাবেক সদস্য। প্রাথমিক অনুসন্ধানের পর পুলিশের ধারণা, আর্থিক লেনদেনগত বিবাদের জেরেই এ খুন।
গতকাল বৃহস্পতিবার রাতে কয়েকজন দুর্বৃত্ত তার উপরে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় তাকে প্রচণ্ড মারধর করা হয়।
ফুঙ্গের স্ত্রী সীমা পুলিশকে জানান, গতকাল রাতে প্রায় ১২ জন দুর্বৃত্তকারীদের একটি দল আচমকা তার বাসায় হানা দেয়। এরপর বাসা থেকে অপহরণ করে ভরতমাতা নগরে নিয়ে পাথর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। একটি আর্থিক লগ্নীকারী ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন দত্তাত্রেয়।
কয়েকদিন আগেও দেনা-পাওনা নিয়ে কয়েকজনের সঙ্গে বিরোধ বাধে ফুঙ্গের। এ ঘটনায় চারজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে।
১.২ কোটি টাকার সোনার জামার সঙ্গেই ম্যাচ করে ক্রিস্টাল বোতাম, সোনার বল্টে, হাতে সোনার বালা পরতেন তিনি। সে সময় বিশ্বের সবচেয়ে দামি জামার তকমা পেয়েছিল তার ওই সোনার জামাটি।
প্রায় সাড়ে তিন কেজি ওজনের ওই জামাটি তৈরি করেছিল পুণের রাঙ্কা জুয়েলারস। ১৫ জন কারিগর মিলে এ বিশেষ জামাটি তৈরি করেছিল।
সবমিলিয়ে গায়ে প্রতিদিনই সাত কেজির ওপর সোনার গহনা থাকতো তার গায়ে। ব্যবসার পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ছিলেন ফুঙ্গে।
শারদ পাওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি)-এর সদস্য ছিলেন তিনি। সুবক্তা হিসেবে অনেক মারাঠি টিভি চ্যানেলের টক শোতে অংশ নিতেন তিনি।
১৫ জুলাই ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম