শনিবার, ১৬ জুলাই, ২০১৬, ১২:১২:৫৭

নিসে সন্ত্রাসী হামলার প্রত্যক্ষদর্শীর বয়ান

নিসে সন্ত্রাসী হামলার প্রত্যক্ষদর্শীর বয়ান

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের দক্ষিণ উপকূলীয় নিস শহরে এক ভয়ানক সন্ত্রাসী হামলায় অন্তত ৮৪ জন মানুষ নিহত হওয়ার পর ফ্রান্সে এখন তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। মাত্র আট মাস আগে প্যারিস হামলার ধাক্কা সামলে উঠতে না উঠতেই ফ্রান্স আবারও এরকম ভয়ংকর সন্ত্রাসী হামলার শিকার হলো।

বাস্তিল দিবসের আতসবাজির প্রদর্শনী দেখতে যখন নিসের সাগরতটে জড়ো হয়েছিলেন হাজার হাজার মানুষ, তখন তাদের ওপর তীব্র বেগে এলোপাথাড়ি ট্রাক চালিয়ে দিয়ে এই হামলা চালানো হয়। ঘটনা খুব কাছ থেকে প্রত্যক্ষ করেছেন নাদের আল শাফেই নামে একজন মিশরীয় যিনি ওই সমুদ্রতটে ছিলেন।-বিবিসি

১৬ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে