আন্তর্জাতিক ডেস্ক : আগেই তার সঙ্গে একমঞ্চে দেখা গিয়েছিল জ়াকির নায়েককে। যা নিয়ে অস্বস্তিতে পড়তে হয়েছিল কংগ্রেসকে। এবার সরাসরি জ়াকির নায়েকের পাশে দাঁড়ালেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। তাকে শান্তির দূত হিসেবে উল্লেখ করলেন তিনি।
তবে এই ধর্ম প্রচারকের পাশে দাঁড়ানোই নয়, বিজেপিকেও একহাত নেন দিগ্বিজয় সিং। বিজেপির বিরুদ্ধে ইসলামের সঙ্গে সন্ত্রাসবাদকে মেলানোরও অভিযোগ তোলেন তিনি। দিগ্বিজয় বলেন, জ়াকির নায়েকের বিরুদ্ধে যদি উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ ওঠে তবে কেন সাক্ষী মহারাজ, যোগী আদিত্যনাথ, সাধ্বী প্রাচীর মতো বিজেপি নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।
দিগ্বিজয় সিং বলেন, “২০১২ সালে পিস কনফারেন্সে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানেই জ়াকির নায়েকের সঙ্গে মঞ্চ শেয়ার করেছিলাম আমি। তার প্রতিটি বক্তব্য ছিল ধর্মীয় ঐক্য ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে।” এককথায় তিনি শান্তির দূত হিসেবে কাজ করছেন বলেও মন্তব্য করেন এই কংগ্রেস নেতা।
১৬জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস