শনিবার, ১৬ জুলাই, ২০১৬, ০১:২৭:৪১

অভ্যুত্থান উপেক্ষা করে ইস্তাম্বুলে ফিরলেন এরদোগান

অভ্যুত্থান উপেক্ষা করে ইস্তাম্বুলে ফিরলেন এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক: সামরিক অভ্যুত্থান প্রচেষ্টার মুখে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান ইস্তাম্বুলে ফিরে এসেছেন।
 
বিবিসির খবরে বলা হয়, দেশটির উপকূল শহর মারমারাসিতে অবকাশে থাকার মধ্যেই শুক্রবার দেশটির সেনাবাহিনীর একাংশ অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখলের দাবি করে। এই খবর পেয়েই জনগণকে তা প্রতিরোধের আহ্বান জানান এরদোগান। এরপর ছুটি বাতিল করে ইস্তাম্বুলে ফিরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি।
 
ইস্তাম্বুল বিমান বন্দরে এক সাংবাদিক সম্মেলনে অভ্যুত্থানকে দেশদ্রোহিতা আখ্যা দিয়ে প্রেসিডেন্ট এরদোগান বলেন, যারা এর পেছনে ছিলেন তাদের বড় মূল্য দিতে হবে।
 
তিনি বলেন, অভ্যুত্থানে জড়িত কয়েকজন অফিসারকে ইতোমধ্যেই গ্রেফতার করা হয়েছে, আমি এখন সেনাবাহিনীতে শুদ্ধি অভিযান চালাবো।
 
এর আগে হাজার হাজার সমর্থকের বিক্ষোভের মুখে সেনা বাহিনীর বিদ্রোহী অংশ ইস্তাম্বুল বিমান বন্দর থেকে সরে যেতে বাধ্য হয়।
 
সামরিক অভ্যুত্থানের প্রচেষ্টা ব্যর্থ করতে প্রেসিডেন্ট এরদোগানের ডাকে সাড়া দিয়ে হাজার হাজার সমর্থক বিভিন্ন শহরে বিক্ষোভ করছে।
 
দেশটির প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বলেছেন, পরিস্থিতি এখন সরকারের নিয়ন্ত্রণে।রাজধানী আঙ্কারার আকাশে বিমান উড্ডয়ন নিষিদ্ধ করা হয়েছে।
 
এদিকে আঙ্কারায় সরকার সমর্থকরা রাষ্ট্রীয় প্রচার মাধ্যম টিআরটি-র নিয়ন্ত্রণ অভ্যূত্থানকারীদের হাত থেকে দখল করে নেয়।
 
বিভিন্ন মসজিদ থেকে ফজরের নামাজের কয়েক ঘণ্টা আগেই আযান দেয়া হয় এবং মানুষকে ‘গণতন্ত্র রক্ষার’ জন্য রাস্তায় নামার আহ্বান জানানো হয়।
 
এর আগে, একটি টেলিভিশন ঘোষণায় তুরস্কের সেনাবাহিনীর একটি অংশ দাবি করে, তারা দেশের ক্ষমতা দখলে নিয়েছে।
 
সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, এখন থেকে একটি 'পিস কাউন্সিল' দেশ পরিচালনা করবে। দেশে কারফিউ এবং মার্শাল ল' জারি করা হয়েছে।
 
এই ঘটনাকে ক্ষুদ্র একটি গোষ্ঠীর প্রচেষ্টা বলে বর্ণনা করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। তিনি দেশের জনগণকে এর বিরুদ্ধে রাস্তায় নেমে আসার আহবান জানান।
 
এদিকে প্রেসিডেন্ট এরদোগানের প্রতি সমর্থন জানিয়েছে তুরস্কের ঘনিষ্ঠ মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র।
 
প্রেসিডেন্ট বারাক ওবামা এক বিবৃতিতে সকল পক্ষকে দেশের গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকারকে সমর্থন করার জন্য এবং রক্তপাত এড়ানোর আহ্বান জানান।
১৬ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে