রবিবার, ১৭ জুলাই, ২০১৬, ০১:২৯:৩৬

বিয়ের অনুষ্ঠানে নাচ-গান, প্রতিবাদ করায় দুইজন গুলিবিদ্ধ!

বিয়ের অনুষ্ঠানে নাচ-গান, প্রতিবাদ করায় দুইজন গুলিবিদ্ধ!

আন্তর্জাতিক ডেস্ক: আসানসোলের কুলটিতে বিয়েবাড়িতে মাঝরাত পর্যন্ত নাচগান চলছিল। এ কোন সংস্কৃতি? প্রশ্ন তুলে প্রতিবাদ করায় গুলিবিদ্ধ হয় ২ প্রতিবাদী। ঘটনা ঘিরে উত্তপ্ত কুলটির চিনাকুড়ি এলাকা। ফেরার দুষ্কৃতিদের খোঁজে চলছে তল্লাশি। বিয়ের অনুষ্ঠানে নাচ-গান! অপসংস্কৃতির প্রতিবাদ করে আক্রান্ত প্রতিবাদী।

ঘটনার সূত্রপাত শুক্রবার রাতে। কুলটির চিনাকুড়ি এলাকার বাসিন্দা অমলেশ প্রসাদ নুনিয়ার বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল। অভিযোগ, বিয়ে উপলক্ষ্যে বসে নাচ-গানের আসর। পুলিশ সূত্রে খবর, মধ্যরাত পর্যন্ত নাচ-গানের আসর চলতে থাকায় প্রতিবাদ করেন কয়েকজন স্থানীয় বাসিন্দা। বিয়েবাড়ির কর্তাদের সঙ্গে তাঁদের বচসা বাধে।

অভিযোগ, বচসার মধ্যে প্রতিবাদী বাসিন্দাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন এক নারীসহ ২ জন। কিন্তু, কেন এতটা উত্তপ্ত হল পরিস্থিতি? কেনই বা চলল গুলি? আক্রান্তদের অভিযোগ, পুরনো শত্রুতার জেরেই এই অশান্তি। গুলি চালানোর পরই এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দাদের একাংশের সঙ্গে বিয়েবাড়ির লোকজনের সংঘর্ষ বাধে। জখম হন ২ জন। রাতেই ঘটনাস্থলে যায় পুলিশ।

এদিন সকালে কুলটি থানা ও নিয়ামতপুর ফাঁড়ির আইসি’র নেতৃত্বে দুষ্কৃতিদের খোঁজে চিনাকুড়ি এলাকায় শুরু হয় তল্লাশি। কিন্তু কেউ গ্রেপ্তার হয়নি। প্রশ্ন উঠছে, বিয়েবাড়ির মতো অনুষ্ঠানে কেন নাচ-গান? এ কোন সংস্কৃতি? আর কীভাবে সেই নাচ-গান চলল মাঝরাত পর্যন্ত? কেন প্রতিবাদ করায় আক্রান্ত হতে হল প্রতিবাদীদের? আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা।-এবিপি আনন্দ

১৭ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে