আন্তর্জাতিক ডেস্ক : ৯ দিন ধরে রহস্যজনক ভাবে নিখোঁজ পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণার মন্দিরবাজারের ধনঞ্জয়পুরের ২ মহিলা। এরা সম্পর্কে ভাবী–ননদ। পুলিশের কাছে একটি নিখোঁজ ডায়েরি করেছেন মহিলাদের পরিবারের সদস্যরা। পুলিশ তদন্ত শুরু করলেও কোনও সূত্র খুঁজে পায়নি।
নিখোঁজদের পরিবারের আশঙ্কা, নারী পাচারকারীদের খপ্পরে পড়ে যেতে পারেন ২ মহিলা। চলতি মাসের ২১ তারিখে এক আত্মীয়কে নার্সিংহোমে দেখতে যাওয়ার জন্য বেরিয়েছিলেন ভাবী পূর্ণিমা হালদার ও ননদ সুলেখা হালদার। দু’জনের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে। পূর্ণিমার বিয়ে হয়েছে বেশ কয়েকবছর আগে। কিন্তু সুলেখার বিয়ে হয়েছে সম্প্রতি।
ওইদিন সকাল ১১ টা নাগাদ স্থানীয় লক্ষ্মীকান্তপুরে একটি নার্সিংহোমে গিয়েছিলেন তারা। সেইসময় উপস্থিত ছিলেন অন্য আত্মীয়রা। নার্সিংহোম থেকে বেরিয়ে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে যান তারা। অন্য আত্মীয়রাও দেখেছিলেন তাদের। ওইদিন সন্ধ্যা থেকে পূর্ণিমার মোবাইল বন্ধ। সুলেখার কাছে কোনও ফোন ছিল না।
সুলেখার ফুফাতো ভাই স্বর্ণেন্দু হালদার বলেন, ‘ওরা বাড়ি থেকে দুজনেই বেরিয়েছিল। নার্সিংহোম থেকে বাড়ি ফিরছিলও একসঙ্গে। কিন্তু ফেরার পথেই ওরা নিখোঁজ হয়ে যায়। পূর্ণিমার মোবাইলের সুইচ বন্ধ। পূর্ণিমার বাড়িতে থাকা ৬ হাজার টাকাও পাওয়া যাচ্ছে না। পুলিস তদন্ত শুরু করেছে। তবে আমাদের ধারণা ওরা পাচারকারীদের খপ্পরে পড়েছে।’
জেলা পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে নিখোঁজ ২ মহিলার ছবি বিভিন্ন থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। পূর্ণিমার মোবাইলের সূত্র ধরে এগোতে চাইছে পুলিশ।
৩১ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস