আন্তর্জাতিক ডেস্ক: দেশের অন্য প্রান্তে আরও এক বিধায়ক তাঁর হুমকিতেই স্থান পাচ্ছেন খবরের পাতায়। বেঙ্গালুরুর ডেপুটি ফরেস্ট কনজারভেটর দীপিকা বাজপেয়ি-কে সর্বসমক্ষে মেরে দাঁত ভেঙে দেওয়ার হুমকি দিলেন বিধায়ক সতীশ রেড্ডি।
শনিবার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে বোম্মানহাল্লি এবং কোদিচিক্কান্নাহাল্লি অঞ্চলে আসেন বিধায়ক সতীশ রেড্ডি এবং ব্রুহাট বেঙ্গালুরু মহানগর পালিকা (BBMP) কমিশনার মঞ্জুনাথ প্রসাদ। ভারী বর্ষণে এ অঞ্চলে প্রায় ৪ ফুট জল দাঁড়িয়ে রয়েছে। দীপিকা তখন ব্যস্ত ছিলেন বর্ষাকালীন বৃক্ষরোপন কর্মসূচি নিয়ে।
প্রতি বছর এ সময়ে প্রচুর গাছ লাগানো হয়। বিধায়ক ফোন করে তাঁকে দ্রুত বোম্মানহাল্লি আসার নির্দেশ দেন। এমনিতেই যোগাযোগ ব্যবস্থার খারাপ হয়ে গিয়েছে বর্ষায়, উপরন্তু ফোন করেও সব সময় লাইন পাওয়া যাচ্ছে না। ফলে পৌঁছতে দেরি হয় তাঁর।
দীপিকা জানাচ্ছেন, এ অঞ্চলে বহু লেক বুজিয়ে বড় বড় হাউজিং কমপ্লেক্স বানানো হয়েছে সম্পূর্ণ বেআইনি ভাবে। যদি এই বড় জমি মাফিয়া এবং প্রোমোটারদের নিয়ন্ত্রণ না করা হয় তবে এমনভাবে বহু লেক বুজিয়ে ফেলবে তারা।
এর বিরুদ্ধেই দীর্ঘ দিন ধরে লড়াই চালাচ্ছেন তিনি। ফোন পেয়ে বোম্মানহাল্লি পৌঁছতে দেরি হওয়ায় এমনিতেই 'রেগে' ছিলেন বিধায়ক। তার ওপর বন্যা পরিস্থিতি দেখে তেলেবেগুনে জ্বলে ওঠেন সতীশ। সকলের সামনেই দীপিকাকে 'মেরে দাঁত ভেঙে দেওয়ার' হুমকি দেন তিনি।
ঘটনায় খানিক ক্ষণ হতবুদ্ধি হলেও পর ক্ষণেই বিধায়ককে 'মুখ সামলাতে' বলেন দীপিকা। ঘটনার তিনিও যথেষ্ট ক্ষুদ্ধ হয়েছেন। সরকারি ভাবে এ নিয়ে তিনি মুখ্য সচিবকে অভিযোগও করবেন বলে জানিয়েছেন।-এই সময়
৩১ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/সবুজ/এসএ