আন্তর্জাতিক ডেস্ক : সাইবার হামলার শিকার হলেন ডেমোক্র্যাটদের মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিন্টন৷ তার প্রচারের জন্য ব্যবহৃত ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির (ডিএনসি) সার্ভার হ্যাক করা হয়েছে বলে অভিযোগ তুললো ডেমোক্র্যাটরা৷ রাশিয়া থেকে এই হ্যাক করা হয়েছে বলে সন্দেহ হিলারি ঘনিষ্ঠদের৷
হিলারির প্রেসিডেন্ট পদের প্রচারের দায়িত্বে থাকা নিক মেরিল বলেছেন, ‘সার্ভারটি নিয়ন্ত্রণ করতো ডিএনসি৷ ক্লিন্তু বাইরে থেকে কোনও সাইবার দুনিয়ার নিরাপত্তা বিশেষজ্ঞ হিলারির প্রচারের কম্পিউটার সিস্টেম হ্যাক করেছে৷’ এর ফলে বেশ কিছু গোপন তথ্য ফাঁস হয়ে গিয়েছে৷ সর্বসমক্ষে প্রকাশিত হয়ে পড়েছে বেশ কিছু ই-মেল৷ যার জন্য অস্বস্তিতে পড়তে হয়েছে হিলারির ডেমোক্র্যাটিক পার্টিকে৷
৩১ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস