রবিবার, ৩১ জুলাই, ২০১৬, ০৯:৫১:০৮

ক্ষমতা হারিয়ে এখন আম আদমি ক্যামেরন

ক্ষমতা হারিয়ে এখন আম আদমি ক্যামেরন

আন্তর্জাতিক ডেস্ক : দুই সপ্তাহ  আগেও তিনি ছিলেন দেশের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজত্ব খুইয়ে সেই রাজা এখন হয়ে গিয়েছেন দেশের একজন সাধারণ নাগরিক। আর পাঁচজনের মতোই তিনি এখন সকালে ঘুম থেকে উঠে যাচ্ছেন ক্যাফেটেরিয়াতে। তিনি ইংল্যান্ডের সদ্য সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।

শুক্রবার সকালে রানীর দেশের এই প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেখা গেল ওয়েমাউথের এসপ্ল্যানেড এলাকায়। পছন্দের নীল পোলো শার্ট পরে গেলেন ক্যাফেটেরিয়ায়। এই পোশাকেই প্রধানমন্ত্রী হিসেবে শেষবার তাঁকে দেখা গিয়েছিল নটিং হিলে। ওয়েমাউথে অবশ্য অনেক খোলামেলা ছিলেন ব্রিটেনের সাবেক প্রশাসনিক প্রধান। নীল পোলো শার্টের সঙ্গে পরণে ছিল হাফ প্যান্ট। একটি সি ফুডের দোকান থেকে সামান্যকিছু কেনাকাটি করে সবুজ প্ল্যাস্টিকের প্যাকেট হাতে চলে গেলেন নিঃশব্দে। দোকান থেকে তিনি বেরিয়ে যাওয়ার ক্যাফেটেরিয়ার কর্মীরা বুঝতে পারেন যে নীল পোশাকের ক্রেতাটি দেশের সাবেক প্রধানমন্ত্রী।

ওই ক্যাফেটেরিয়ার এক কর্মী জানান, ডেভিড ক্যামেরন সঙ্গে আরও দুই ব্যক্তিকে নিয়ে এসেছিলেন। নিঃশব্দে কিছু জিনিষ কিনে চলে যান। আমরা কেউ কিছুই বুঝতে পারিনি।
৩১ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে