রবিবার, ৩১ জুলাই, ২০১৬, ১১:০০:২৫

ভারতে গরু নিয়ে সহিংসতায় যুক্তরাষ্ট্রের উদ্বেগ

ভারতে গরু নিয়ে সহিংসতায় যুক্তরাষ্ট্রের উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক : গরু ও গো-মাংসকে কেন্দ্র করে ভারতে যে ক্রমবর্ধমান সহিংসতা নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি ভারতকে সকল নাগরিকের নিরাপত্তার জন্য সম্ভাব্য সবকিছু করার আহবান জানিয়েছে দেশটি।

ধর্মীয় ও সাম্প্রদায়িক অসহিষ্ণুতার প্রশ্ন ঘিরে কয়েক মাস আগে যে বিতর্ক উত্তাল করেছিল ভারতকে, সেই প্রশ্নই এবার তুলে ধরল মার্কিন যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জন কিরবি বলেন, দৃশ্যত কিছুদিনের বিরতির পর বিজেপিশাসিত ভারতে গো-রক্ষা আন্দোলন নতুন করে চাঙা হচ্ছে। এক শ্রেণির হিন্দুত্ববাদীর হাতে সম্প্রতি গরুকে কেন্দ্র করে মুসলিম এমনকি নিম্নবর্ণের হিন্দুদের হয়রানি ও লাঞ্ছিত করার পরপর কয়েকটি ঘটনা ঘটেছে।

জন কিবরি এক প্রশ্নের জবাবে বলেছেন, ‘এ ধরনের অসহিষ্ণুতা ও সহিংসতায় আমরা বাস্তবিকই উদ্বিগ্ন। আমরা চাই ভারত সরকার তার নাগরিকদের অধিকার রক্ষা করে অপরাধীদের কড়া শাস্তি দিক। ধর্মীয় আচার ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা এবং অসহিষ্ণুতার মোকাবিলায় ভারতের জনগণ ও সরকারের পাশে আমরা দৃঢ় সমর্থন নিয়ে আছি।’

বিজেপি গত সাধারণ নির্বাচনে ভারতের ক্ষমতা দখলের পর থেকে দেশে গো-রক্ষা আন্দোলন তীব্র হয়েছে। সেই সঙ্গে বিজেপিশাসিত বিভিন্ন রাজ্যে চালু হয়েছে গো-হত্যা ও গো-মাংস নিষিদ্ধ আইন। এ নিয়ে অশান্তি লেগেই আছে।

গত বছর দিল্লির লাগোয়া উত্তর প্রদেশের দাদরিতে বাড়িতে গো-মাংস পাওয়ার অভিযোগে এক মুসলিম পরিবারের ওপর মারাত্মক হামলা চালানো হয়। আকলাখ আহমেদ নামে ওই বাড়ির প্রবীণ গৃহকর্তাকে পিটিয়ে মেরে ফেলেন স্থানীয় লোকজন। সেই থেকে প্রায়ই মহারাষ্ট্র, হরিয়ানা, রাজস্থান ও মধ্যপ্রদেশে অশান্তি লেগেই আছে। সম্প্রতি দুটি ঘটনায় নতুন করে শুরু হয়েছে অসহিষ্ণুতা বিতর্ক।

এমন অবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এ পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো কথা বলেননি। এ প্রেক্ষাপটেই উদ্বেগ প্রকাশ করল যুক্তরাষ্ট্র।
৩১ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে