আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকাশে ভ্রমণের সময় একটি বেলুন বিস্ফোরিত হয়ে বেলুনে থাকা ১৬ জন যাত্রী নিহত হয়েছেন।
রাজ্য পুলিশ জানায়, তাদের কেউ বেঁচে নেই। স্থানীয় সময় শনিবার সকাল সাড়ে ৭টার দিকে টেক্সাসের কাল্ডওয়েল কাউন্টির লকহার্ট শহরে এ ঘটনা ঘটে। টেক্সাস নিরাপত্তা বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
ঘটনাস্থল লকহার্ট শহরের নির্দিষ্ট এলাকায় মাঝেমধ্যেই ভ্রমণ বেলুন নামে। ওই স্থানে শনিবার সাড়ে ৭টার দিকে বিদ্যুৎ সরবরাহে লাইনের সংস্পর্শে এসে বেলুনটিতে আগুন ধরে যায়। এ ঘটনায় বেলুনে থাকা ১৬ জনই নিহত হন।
ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি হুশ শব্দটি শুনতে পান। পরে তিনি আগুনের গোলা দেখেন।
৩১ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম