নিউজ ডেস্ক : সৌদি আরবে ভয়াবহ অবস্থার মধ্যে পড়েছেন কমপক্ষে ১০ হাজার ভারতীয়। কর্মসূত্রে বহু ভারতীয়ই সৌদি আরবে পাড়ি জমান। কিন্তু হঠাৎ করে প্রচণ্ড অর্থাভাবে তীব্র খাদ্য সংকটে পড়েছেন তারা। এমনটাই দাবি করেছেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।
অবিলম্বে সেখানে ভারতীয় মিশনকে ব্যবস্থা নিয়ে খাদ্য সরবরাহ ও প্রয়োজনীয় জিনিস সরবরাহ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, সৌদি আরবে বসবাসকারী প্রায় ৩০ লাখ ভারতীয়র কাছে ওই ১০ হাজার মানুষকে সাহায্যের জন্য আবেদন জানান। রিয়াদের দূতাবাসকেও তিনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছন।
ভিনদেশে কাজ করতে গিয়ে দিন কাটাতে হচ্ছে না খেয়ে। টানা তিন দিন হয়ে গেল, পেটে দানাপানি পড়েনি। দেশে ফেরারও পয়সা নেই। হ্যাঁ, এমনই ভয়াবহ অবস্থা সৌদি আরবে ৮০০ ভারতীয়ের। মধ্যপ্রাচ্যের ধনী দেশে চাকরি খুইয়ে আপাতত দুমুঠো খেয়ে প্রাণরক্ষার আশায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বারস্থ তারা। সমস্যার সমাধানে জেদ্দা রওনা হয়েছেন কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভিকে সিং।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের খবর, এই ৮০০ ভারতীয় নাগরিক সৌদি আরবের জেদ্দায় গিয়েছিলেন কাজের সূত্রে। প্রত্যেকেই খুব গরিব পরিবারের সন্তান। সম্প্রতি তাদের কাজ চলে যায়। ফলে রাতারাতি পথে বসে যান ওই ভারতীয়রা। অবস্থা এমন পর্যায় পৌঁছেছে যে, টানা তিন দিন তারা না খেয়ে রয়েছেন। খিদের জ্বালায় জঞ্জাল থেকে খাবার খুঁজছেন অনেকে।
এক ব্যক্তি টুইটারে খবরটি জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে। এরপরই পররাষ্ট্রমন্ত্রী টুইট করে জানান, 'সমস্যার সমাধানে আমার সহকর্মী ভিকে সিং সৌদি আরব যাচ্ছেন। সৌদি সরকারের সঙ্গে কথা বলছেন এমজে আকবর।' একই সঙ্গে তিনি বলেছেন, 'আমি আশ্বস্ত করছি, সৌদি আরবে চাকরি হারানো কোনো ভারতীয় না খেয়ে থাকবেন না। আমি প্রতি ঘণ্টায় বিষয়টির উপর নজর রাখছি। আমার কাছে খবর রয়েছে, সৌদি আরব ও কুয়েতে চাকরির সমস্যায় রয়েছেন বহু ভারতীয়। একটা বড় অংশকে চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে। তাঁরা খুব খারাপ পরিস্থিতিতে রয়েছেন। দীর্ঘ দিন বেতন পাননি।'
৩১ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম