সোমবার, ২২ আগস্ট, ২০১৬, ০১:৪৯:১৯

শুভ জন্মদিন মোশাররফ করিম

শুভ জন্মদিন মোশাররফ করিম

বিনোদন ডেস্ক : এসময়ের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের শুভ জন্মদিন আজ (২২ আগস্ট)। স্কুল জীবনে অভিনয় চর্চা শুরু হলেও ১৯৮৬ সালে ঢাকার অন্যতম নাট্যসংগঠন ‘নাট্যকেন্দ্র’-এ যুক্ত হন তিনি। দলটির বিচ্ছু, প্রতিসরণ নাটকে অভিনয় করেন। বর্তমানেও এ দলটির সদস্য হিসেবে যুক্ত আছেন। তবে টিভি নাটকে বৈচিত্র্যপূর্ণ অভিনয়ের মাধ্যমে হয়ে উঠেন সবার প্রিয় তারকা।

১৯৯৯ সালে ‘অতিথি’ নামের একটি খণ্ড নাটকের মধ্য দিয়ে টিভি অভিনয় শুরু করেন। পরবর্তীতে বেশকিছু নাটকে অভিনয় করলেও ২০০৪ সালে ‘ক্যারাম’ নাটকে অভিনয় টিভি মিডিয়ায় নিজের আসনটি প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা রাখে।

মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ধারবাহিক নাটক ‘৪২০’, চলচ্চিত্র ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’ মোশাররফ করিমকে জনপ্রিয়তার অনন্য জায়গায় নিয়ে যায়। সাম্প্রতিক সাগর জাহানের ‘সিকান্দার বক্স’ ধারাবাহিক নাটকে মোশাররফ করিমের অভিনয় দারুণ মুগ্ধ করে দর্শকদের।

এ অভিনেতার উল্লেখ যোগ্য অভিনীত নাটকের মধ্যে রয়েছে জিম্মি, দুই রুস্তম, আন্তঃনগর, ফ্লেক্সিলোড, কিংকর্তব্যবিমূঢ়, আউট অফ নেটওয়ার্ক, সাদা গোলাপ, ৪২০, জুয়া, সুখের অসুখ, সিরিয়াস কথার পরের কথা, সন্ধান চাই, ঠুয়া, লস, সিটি লাইফ, বিহাইন্ড দ্যা সিন, সেই রকম পানখোর প্রভৃতি। তিন শতাধিক নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম।
২২ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে