বিনোদন ডেস্ক : বিতর্কিত মন্তব্য ও কাজের জন্য প্রায়ই খবরের শিরোনামে আসেন বলিউডের ‘ড্রামা কুইন’ রাখি সাওয়ান্ত।
খোলামেলা পোশাকেই পর্দায় হাজির হন তিনি। কিন্তু হঠাৎ কেন বোরকা পরলেন তিনি?
সম্প্রতি ইন্সটাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন রাখি সাওয়ান্ত। সেখানে বোরকা পরা অবস্থায় দেখা যায় তাকে।
পারফর্ম করতে কাতার গিয়েছেন রাখি সাওয়ান্ত। কিন্তু সেখানে স্বল্প পোশাক পরা নিষেধ। তাই বাধ্য হয়েই বোরকা পরেছেন তিনি।
নতুন এ পোশাক বেশ মনে ধরেছে রাখির। এ পোশাক পরে ভক্তদের উদ্দেশ্যে ভিডিও দিয়েছেন তিনি। ভক্তদের চিন্তা করতে নিষেধ করে রাখি জানিয়েছেন, খুব শিগগিরই ভারতে ফিরে আগের রূপে ফিরবেন তিনি।
কিছুদিন আগে এক অনুষ্ঠানে নরেন্দ্র মোদির ছবি-সম্বলিত পোশাক পরেছিলেন রাখি সাওয়ান্ত।
এ নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি তার।
বিন্তু তিনি তো শিরোনামেই থাকতে চান।
২০ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম