শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৬, ০২:৫৩:১৯

ধোনিকে যে প্রশ্ন করলেন রজনীকান্ত

ধোনিকে যে প্রশ্ন করলেন রজনীকান্ত

বিনোদন ডেস্ক : তামিলনাড়ুর চেন্নাইয়ে নিজের বায়োপিকের প্রচারে গিয়ে সুপারস্টার রজনীকান্তের সঙ্গে দেখা করলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। ৩০ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ‘এমএস ধোনি—দ্য আনটোল্ড স্টোরি’ নামে তাকে নিয়ে তৈরি সিনেমা।

সেই সিনেমা দেখার আমন্ত্রণ জানাতেই ‘রজনী স্যার’-এর বাড়িতে শুক্রবার গিয়েছিলেন ধোনি। তার সঙ্গে ছিলেন সিনেমায় তার ভূমিকায় অভিনয় করা সুশান্ত সিং রাজপুতও। পরনে সাদা পাঞ্জাবি এবং কালো রংয়ের পায়জামা পরে ধোনিদের স্বাগত জানান রজনীকান্ত।

ধোনি তাকে জানান, হিন্দিতে মূল ছবি তৈরি হলে চেন্নাইয়ে তার বিপুল সংখ্যক ভক্তদের কথা মাথায় রেখে সিনেমাটি তামিল ভাষাতেও ডাবিং করা হয়েছে। উল্লসিত রজনীকান্ত বলেন, ‘এই মাসেই সিনেমা মুক্তি পাচ্ছে? আমি অবশ্যই দেখতে যাব।’

অন্যদের মতো বাইশ গজে ধোনিকে দেখতে তিনিও অভ্যস্ত। এবার কি তবে ক্রিকেটের সঙ্গে সিনেমাতেও অভিনয় করার কাজে নেমে পড়লেন সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলের অধিনায়ক? রজনীকান্তের প্রশ্ন, ‘তুমি কি অভিনয়ও শুরু করলে?’ প্রশ্ন শুনে ধোনি বলেন, ‘না। আমি অভিনয় করতে পারি না। অভিনয়টা করবে সুশান্ত।’

২৪ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে