বিনোদন ডেস্ক : ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। জন্ম ১৯৪২ সালের ১১ই অক্টোবর উত্তর প্রদেশের এলাহাবাদের এক হিন্দু-শিখ পরিবারে। তার পিতা হরি বংশ রাই বচ্চন একজন নামকরা হিন্দি কবি ছিলেন। তার মা তেজি বচ্চন ফৈসলাবাদের (এখন পাকিস্তানে) এক শিখ-পাঞ্জাবী। পুরো নাম অমিতাভ হরি বংশ বচ্চন তবে বলিউডে তিনি বচ্চন নামেই পরিচিত। বিগ বি এবং শাহেনশাহ নামেও তার থেকে তিনি বেশি পরিচিতি লাভ করেছেন। আজ রবিবার ৭৪ বছরে পা দিলেন এই গুণি অভিনেতা। তার জন্মদিনে এমটিনিউজের পক্ষ থেকে জানাই শুভকামনা। শুভ জন্মদিন অমিতাভ বচ্চন।
নামকরণ : অমিতাভ বচ্চনের প্রথম নামকরণ হয়েছিল ইনকিলাব জিন্দাবাদের অনুপ্রেরণায় ইনকিলাব। পরে তার বাবা নাম বদলে রাখেন অমিতাভ অর্থাৎ "যে আলো নির্বাপিত হয় না।" যদিও তাদের পদবী ছিলো শ্রীবাস্তব কিন্তু তার বাবা নিজের লেখা প্রকাশ করার সময় যে ছদ্ম-পদবী বচ্চন ব্যবহার করতেন সেই পদবীটিই তিনি সব জায়গায় ব্যবহার করতে শুরু করেন।এই পদবী নিয়েই অমিতাভ প্রথম ছবির জগতে আত্মপ্রকাশ করেন। তার পরিবারের সবাই বাইরের জগতে এই একই পদবীই ব্যবহার করেন। বচ্চনের পেশা নির্বাচনের ক্ষেত্রে তার প্রভাব অনুভব করা যায় কারণ পুত্রের অভিনয় ক্ষমতার উপর তার মায়ের দৃঢ় বিশ্বাস ছিলো।
লেখা-পড়া : এলাহাবাদের জ্ঞান প্রোবোধিনি এবং বয়েজ হাই স্কুলে (বি এইচ এস)-এ তিনি পড়াশোনা করেছিলেন। পরে নৈনিতালের শেরউড কলেজে কলা বিভাগে পড়াশোনা করেন। এরপরে তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কিরোরিমল কলেজ থেকে বিজ্ঞানে স্নাতক হন।
কর্ম জীবন : অভিনেতা হওয়ার উদ্দেশ্যে কুড়ি বছর বয়সে তিনি কলিকাতার (এখন কলকাতা) ব্ল্যাকার এন্ড কোং নামে জাহাজ কোম্পানির ফ্রেট ব্রোকারের কাজে ইস্তফা দেন। ১৯৬৯-এ বচ্চন ছবির জগতে আত্মপ্রকাশ করেন সাত হিন্দুস্তানি নামক একটি চলচ্চিত্রের মাধ্যমে যেখানে সাতটি প্রধান চরিত্রের একটিতে তিনি অভিনয় করেছিলেন। ১৯৭০-এর প্রথম দিকে তিনি বলিউড সিনেমা জগতে "রাগী যুবক" হিসেবে জনপ্রিয়তা লাভ করেন এবং সময়ের সঙ্গে সঙ্গে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে ওঠেন।
পুরস্কার : বচ্চন নিজের কর্মজীবনে তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং বারোটি ফিল্মফেয়ার পুরস্কার সহ অজস্র গুরুত্বপূর্ণ পুরস্কার পেয়েছেন। ফিল্মফেয়ারের শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারের বিভাগে তিনি সর্বাধিক মনোনয়ন পাওয়ার রেকর্ড করেছেন। অভিনয় ছাড়াও তাকে নেপথ্য গায়ক, চলচ্চিত্র প্রযোজক, টেলিভিশন সঞ্চালক হিসেবেও দেখা গেছে।
ভারতীয় সংসদের জনপ্রতিনিধি : ১৯৮৪ থেকে ১৯৮৭ পর্যন্ত ভারতীয় সংসদে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।
অমিতাভ অভিনিত ছবি : অমিতাভ অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘আনন্দ’, ‘পরওয়ানা’, ‘রেশমা ঔর শেরা’, ‘বাওয়াটি’, ‘বম্বের টু গোয়া’, ‘জঞ্জীর’, ‘অভিমান’, ‘নেমক-হারাম’, ‘কুঁওয়ারা বাপ’, ‘দোস্ত’, ‘রোটি কাপড়া অর মকান’, ‘মজবুর’, ‘চুপকে চুপকে’, ‘দিওয়ার’, ‘শোলে’, ‘কাভি কাভি’, ‘অমর আকবর অ্যান্থনী’, ‘কসমে ওয়াদে’ ‘ত্রিশূল’, ‘মুকদ্দর কা সিকান্দর’, ‘মিস্টার নটবরলাল’, ‘কালা পাত্থার’, ‘দোস্তানা’, ‘সিলসিলা’, ‘রাম বলরাম’, ‘শান’, ‘লাওয়ারিস’, ‘শক্তি’, ‘ডারনা জারুরি হেয়’, ‘কাভি আল বিদা না কেহনা’, ‘বাবুল’, ‘একলাব্য: দ্যা রয়্যাল গার্ড’, ‘শুটআউট এট লক্ষান্ডওয়ালা’, ‘ঝুম বারাবার’, ‘সরকার রাজ’, ‘গড তুসি গ্রেট হো’, ‘দ্যা লাস্ট লেয়ার’, ‘দিল্লি সিক্স’, ‘আলাদিন’, ‘রান’, ‘তিন পাত্তি’, ‘কান্ডাহার’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘ব্ল্যক’, ‘পা’, ‘চিনি কম’, ‘ভূতনাথ রিটার্নস’, ‘পিকু’ প্রভৃতি।
১১ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/