মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৭, ০৩:৫০:২৮

শাবনূরের বাসায় ওমর সানি-মৌসুমী

শাবনূরের বাসায় ওমর সানি-মৌসুমী

বিনোদন ডেস্ক: অনেক দিন পরেই দেশে আসেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। ১১ মাস পর গত ১১ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া থেকে দেশে আসেন চিত্রনায়িকা শাবনূর। তাকে দেখতে সোমবার রাতে তার বাসায় গিয়েছিলেন তারকা দম্পতি ওমর সানি ও মৌসুমী।

তাদের সঙ্গে আরও ছিলেন অভিনেত্রী রোজিনা এবং অমিত হাসান ও তার স্ত্রী লাবণী। শাবনূরের বাসায় গিয়ে সাক্ষাতের পাশাপাশি অনেকদিন পর তারা আড্ডায় মেতে ওঠেন।

এ বিষয়ে ওমর সানি তার ফেসবুকে কিছু ছবি পোস্ট করে লিখেছেন, শাবনূরকে অনেকদিন পর দেখলাম। অনেক কথা হলো। পাশে ছিলেন অমিত হাসান ও তার স্ত্রী লাবণী।

মৌসুমীর জন্য অপেক্ষা করছিলাম। মৌসুমী আসলো, অনেক শ্রদ্ধা নিয়ে মৌসুমীকে জড়িয়ে ধরলেন শাবনূর। আর এর সবকিছুর অবদান রোজিনা ম্যাডামের। ধন্যবাদ ম্যাডাম। সবাই আমার পাশে থাকবেন।

প্রসঙ্গত, মধুর মিলন, অধিকার চাই, রঙিন নয়ন মনি ছাড়াও বেশ কিছু সুপারহিট ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন ওমর সানি ও শাবনূর।
২১ ফেব্রুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে