বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৭, ০৯:১৩:৪৫

নিজেকে আকর্ষণীয় করে চলচ্চিত্রে ফিরলেন ওমর সানী

নিজেকে আকর্ষণীয় করে চলচ্চিত্রে ফিরলেন ওমর সানী

বিনোদন ডেস্ক: আসছে ২৪ মার্চ সারা দেশে মুক্তি পাচ্ছে পরিচালক বন্ধন বিশ্বাসের ছবি ‘শূন্য’। এ ছবিতে অভিনয় করেছেন জনপ্রিয় নায়ক ওমর সানী এবং নায়িকা রেসি। দীর্ঘদিন অভিনয়ের বাইরে ছিলেন ওমর সানী।


নিজেকে আকর্ষণীয় করে বিরতি ভেঙে আবার চলচ্চিত্রে ফিরেছেন এ তারকা। অন্যদিকে সংসার ও সন্তান সামলে চলচ্চিত্রে নিয়মিত হয়েছেন চিত্রনায়িকা মৃদুলা হক রেসি। ‘শূন্য’ ছবিটি কিছুদিন আগে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। সব ঠিক থাকলে ২৪ মার্চ সিনেমাটি সারা দেশে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন নির্মাতা।


ওমর সানী বলেন, ‘বেশ কিছুদিন আগে ছবিটিতে অভিনয় করেছি। গল্পের প্রয়োজনেই এতে আমি আর রেসি জুটি হয়েছি। আশা করি ছবিটি দর্শকদের ভালো লাগবে। ’ রেসি বলেন, ‘এটি ওমর সানী ভাইয়ের সঙ্গে আমার প্রথম জুটির ছবি। তাই ছবিটি নিয়ে বাড়তি প্রত্যাশা কাজ করছে। আশা করি, দর্শক ছবিটি ভালোভাবেই গ্রহণ করবেন। ’ ছবিতে আরও অভিনয় করেছেন নবাগত তুরাজ খান, সানজিদা তন্ময়, অরুণা বিশ্বাস, ডা. এজাজ, সাদেক বাচ্চু, সিরাজ হায়দার, রেবেকা ও শিমুল খান প্রমুখ।


উল্লেখ্য, চিত্রনায়ক ওমর সানী বর্তমানে বেশকিছু সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অন্যদিকে, ‘এক জবান’, ‘স্বামী ভাগ্য’, ‘আমার স্বপ্ন আমার অহংকার’, অন্তরে প্রেমের আগুন প্রভৃতি সিনেমার নায়িকা মৃদুলা আহমেদ রেসি। রেসি অভিনীত সর্বশেষ ‘নিয়তি’ সিনেমাটি কলকাতায় ও বাংলাদেশে মুক্তি পেয়েছে।
২২ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে