বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৭, ০৯:৩৩:৩৯

ছেলের আবদার মেটাতে শাহরুখ প্রকাশ্য দিবালোকে বেরিয়ে পড়লেন মুম্বাইয়ের রাস্তায়

ছেলের আবদার মেটাতে শাহরুখ প্রকাশ্য দিবালোকে বেরিয়ে পড়লেন মুম্বাইয়ের রাস্তায়

বিনোদন ডেস্ক: বাবা সুপারস্টার, তাতে কী হয়েছে! ছেলে আবদার করেছে, বাবা না রেখে পারেন। ছেলের আবদার মেটাতে বাবা প্রকাশ্য দিবালোকে বেরিয়ে পড়লেন মুম্বাইয়ের রাস্তায়। গাড়ি করে শহর দেখালেন ছেলেকে। সেই দেখে আপ্লুত রাস্তার আমজনতা।


না, এটা কোনও ছবির চিত্রনাট্য নয়। শাহরুখ খানের পুত্র অ্যাব্রাম তার বাবার কাছে একটি ইচ্ছেপ্রকাশ করেছিল মাত্র। আর বাবা বলিউড বাদশা হলেও, ছেলের সেই আবদার ফেলতে পারেননি। নিজে গাড়ি চালিয়ে ছেলেকে নিয়ে চক্কর দিলেন মুম্বাইয়ের রাস্তায়।


প্রসঙ্গত, শাহরুখ আর পাঁচজন সাধারণ বাবার মতো গত সপ্তাহেই মাঝরাতে ছেলেকে নিয়ে জুহু বিচ ঘুরতে চলে গিয়েছিলেন। এবার চক্কর কাটলেন মুম্বাইয়ের রাজপথে। আর এই দৃশ্য দেখে শাহরুখের বহু ভক্তই তাঁদের গাড়ির পিছনে ছুটলেন। মূলত এই দৃশ্য ফ্রেমবন্দি করতে মারাত্মক উত্সাহ ছিল আমজনতার ভিতরে।-এবিপি আনন্দ
২২ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে