বিনোদন ডেস্কঃ ছেলের নাম তৈমুর রাখার কারণে বিপুল সমালোচনার মুখে পড়েছিলেন সাইফ আর কারিনা। সেই কারণেই কী শেষ পর্যন্ত ছেলের নাম বদলাতে চলেছেন সাইফ?
ভালবেসে ছেলের নাম রেখেছিলেন তৈমুর। কিন্তু তা নিয়ে বিতর্কের ঝড় উঠেছিল। কেন না ১৩৯৯-এ ভারতের মাটিতে যে ধ্বংসলীলা চালিয়েছিল তৈমুর লং, সেই ইতিহাস ভোলার নয়। আর এই কারণেই ছেলের নাম রাখার পরে বিপুল সমালোচনার মুখে পড়েছিলেন সাইফ আর কারিনা। তবে সেই সমালোচনার পাল্টা জবাবও দিয়েছিলেন তাঁরা। এবার তা নিয়ে ফের মুখ খুললেন সাইফ।
আর মুখ খুলেই সাইফ যা জানালেন তাতে চমকে যাবেন আপনি। সাইফ জানালেন, বিতর্কের কারণে ছেলের নাম বদলে, নতুন নাম রাখতে পারেন তিনি।
শেষ পর্যন্ত কী ছেলের নাম সত্যিই বদলাতে চলেছেন সাইফ? এই বিষয়ে অবশ্য এখনই কিছু ঠিক করেননি পতৌদি নবাব। তিনি জানিয়েছেন, গত কয়েক সপ্তাহ ধরেই তিনি এই বিষয়ে ভাবনা চিন্তা করছেন। কারিনার সঙ্গেও ইতিমধ্যেই তিনি এই বিষয়ে আলোচনা করেছেন। যদিও নাম বদলের বিষয়ে কারিনার মত নেতিবাচকই ছিল।
সেফ জানিয়েছেন, তিনি কখনই চান না শুধুমাত্র নামের কারণে তাঁদের সন্তান জনসাধারণের কাছে অপ্রিয় হয়ে থাকুক। স্কুলে পড়ার সময়েও এই নিয়ে বেশ সমস্যায় পড়তে পারে তাঁদের সন্তান। এই সমস্ত কিছু মাথায় রেখেই সাইফ জানিয়েছেন, এক বা দুই বছর বয়সে তাঁদের সন্তানের নাম পরিবর্তন করতে পারেন তিনি।
এই সব কিছুর পাশাপাশি আরও একটি প্রসঙ্গ তোলেন সাইফ। হাসতে হাসতে তিনি জানান, তৈমুরের ছেলের নাম ছিল শাহরুখ। কিন্তু সেই নাম নিয়ে তো কোনও সমস্যা হয়নি।
২৩ ফেব্রুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/জয়নাল