শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৭, ০১:২৯:৩৩

‘রাজকাহিনী’র ভূয়সী প্রশংসা অর্জন করলেন বিদ্যা বালান

‘রাজকাহিনী’র ভূয়সী প্রশংসা অর্জন করলেন বিদ্যা বালান

বিনোদন ডেস্ক:ভারতীয় বাংলা ছবি ‘রাজকাহিনী’র ভূয়সী প্রশংসা অর্জন করেছেন ডার্টি কুইন বিদ্যা বালান। এমন প্রশংসার পর নাম লিখান নতুন ছবি ‘বেগমজান’-এ। এ ছবিতে কেন্দ্রীয় চরিত্র বেগমজানের ভূমিকায় অভিনয় করছেন বিদ্যা।

সম্প্রতি এ ছবির মুক্তির খবর সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন বলিউডের এ নায়িকা। আগামী ১৪ এপ্রিল মুক্তি পাবে আলোচিত এ ছবিটি। বেগমজান একটি পতিতালয়কে ঘিরে দেশ বিভক্তির গল্প নিয়ে নির্মিত হয়েছে।

এ ছবির প্রেক্ষাপট বাংলা ভাগ নয়। এখানে দেখানো হবে পাঞ্জাব কেটে দুইভাগ করার গল্প। সে সময় একটি পতিতালয় চালাতেন বেগমজান। সেই চরিত্রে বিদ্যাকে শুরু থেকেই পছন্দের তালিকায় রেখেছিলেন পরিচালক সৃজিত।

সেই পতিতালয়ের গল্পই দেখাবে মহেশ ভাট ও মুকেশ ভাট প্রযোজিত ছবিটিতে। বিদ্যা ছাড়াও ছবির বেশ কিছু গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে নাসিরুদ্দিন শাহ, গওহর খান, আশিস বিদ্যার্থী, চাঙ্কি পান্ডে, রাজেশ শর্মা প্রমুখকে।
২৪ ফেব্রুয়ারী ২০১৭/ এমটি নিউজ২৪ ডটকম/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে