বিনোদন ডেস্ক: প্রথমবারের মতো একজন মুসলিম অভিনেতা অস্কার পুরষ্কার অর্জন করলেন। ৮৯তম অস্কার আসরের প্রথম পুরস্কারটিই তুলে নিলেন কৃষ্ণাঙ্গ অভিনেতা মাহারশালা আলী।
‘মুনলাইট’ চলচ্চিত্রের জন্য এবারের সেরা সহ-অভিনেতার অস্কার দেওয়া হয় আলীকে। লস এঞ্জেলসের ডলবি থিয়েটারে বাংলাদেশ সময় সকাল ৬ টায় শুরু হয়।
পুরষ্কার গ্রহণের সময় তিনি তার শিক্ষক, ভক্ত, শুভাকাঙ্খী ও স্ত্রীকে ধন্যবাদ জানান। স্ত্রী তাকে অভিনয় জগতে দারুণভাবে সহায়তা করেছেন বলে জানান তিনি।
পুরস্কার গ্রহণের সময় দর্শকদের উদ্দেশ্যে বলেন, এই পুরষ্কার আমাকে দেওয়া হয়নি। এটি দেওয়া হয়েছে চলচ্চিত্রে অভিনয়ের জন্য বিশেষ চরিত্রকে। আমি কেবল একজন কর্মী হিসেবে চরিত্রটি ফুটিয়ে তোলার কাজ করেছি।
মুসলিম এ অভিনেতার অস্কারের মতো বড় আসরে পুরষ্কার অর্জনের জন্য যুক্তরাষ্ট্রে মুসলিমদের জন্য বড় ধরনের মাইল ফলক। নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুসলিমদের কঠোর চাপের মধ্যে রেখেছেন যুক্তরাষ্ট্রে।
মাহারশালার সঙ্গে এ বিভাগে আরও মনোনয়ন পেয়েছিলেন জেফ ব্রিজেস (হেল অর হাই ওয়াটার), লুকাস হেজেস (ম্যানচেস্টার বাই দ্য সি), দেব প্যাটেল (লায়ন) ও মাইকেল শ্যানন (নকটারনাল অ্যানিমেলস)।
২৭ ফেব্রুয়ারী ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস