সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৭, ০৮:০৪:০৭

শাহরুখের সঙ্গে দেখা যাবে দীপিকা ও ক্যাটরিনাকে

শাহরুখের সঙ্গে দেখা যাবে দীপিকা ও ক্যাটরিনাকে

বিনোদন ডেস্ক:  বামন বা স্বল্প দৈর্ঘ্যের মানুষকে নিয়ে ছবি করতে চলেছেন পরিচালক আনন্দ এল রাই। আর এতে বামন চরিত্রে শাহরুখ খান অভিনয় করছেন সেটা তো অনেকেরই জানা।
 
কিন্তু পরিচালক এবার তাঁর আস্তিনের আরও একটি তাস বার করেছেন। তিনি জানিয়েছেন, ছবিতে একইসঙ্গে দেখা যাবে বলিউডের দুই প্রথম সারির অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফকে।
 
এছাড়াও শোনা যাচ্ছে, সোনম কাপুর ও আলিয়া ভাটকেও নাকি দেখা যেতে পারে এই ছবিতে। দীপিকা-ক্যাটরিনা দু’জনেই নাকি শাহরুখের সঙ্গে রোম্যান্স করবেন।
 
গুঞ্জন আছে, রণবীর কাপুর দু’জনেরই সাবেক বয়ফ্রেন্ড হওয়ায় দীপিকা-ক্যাটরিনার সম্পর্ক মোটেই ভাল নয়। কিন্তু যদি সত্যিই তাঁরা একসঙ্গে এই ছবি করেন, তাহলে বলতে, হবে, সম্পর্কের শীতলতার গল্প এখন অতীত, সেখানে উষ্ণতা ফিরে এসেছে।
 
জানা গিয়েছে, দুই নারী চরিত্রই সিনেমাটিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও একে অপরের থেকে সম্পূর্ণ ভিন্ন। শিগগিরই এই ছবির চূড়ান্ত ঘোষণা হবে। সামনের মাস থেকে শুরু হবে শ্যুটিং।
২৭ ফেব্রুয়ারি, ২০১৭/এমটি নিউজ২৪ ডটকম/আ শি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে