মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৭, ০৮:৪৭:২২

শুটিং করতে এসে গা ছমছম করছে নওশাবার, ভিতরের ঘটনা কিন্তু অন্যটা

শুটিং করতে এসে গা ছমছম করছে নওশাবার, ভিতরের ঘটনা কিন্তু অন্যটা

বিনোদন ডেস্ক: মালয়েশিয়ার পেনাংয়ে শুটিং করছেন নওশাবা। ছবির নাম ‘ম্যানশন ৯৯’। মিজানুর রহমান লাবুর পরিচালনায় এ ছবির শুটিং চলছে বিশ্বের অন্যতম হন্টেড বাড়ি পেনাংয়ের ৯৯ ডোর ম্যানশনে। ৫০ বছরের পরিত্যক্ত ভৌতিক এ বাড়িতেই চলছে সত্য ঘটনা অবলম্বনে এই ছবির শুটিং।

এ ছবি সম্পর্কে  নওশাবা বলেন, ‘সত্য ঘটনা নিয়ে তৈরি হচ্ছে নতুন ছবি ‘ম্যানশন ৯৯’। পেনাংয়ের বিশাল এলাকা জুড়ে  ৯৯ ডোর ম্যানশন নামের একটি বাড়িকে কেন্দ্র করেই ছবির গল্প তৈরি হয়েছে।

এ বাড়িতে স্থানীয়দের আনাগোনা নেই বললেই চলে। বিশ্ব জুড়ে এর পরিচিতি এটি একটি ভূতের বাড়ি। প্রশাসনের সহায়তায় এই বাড়িতে ছবির শুটিং হচ্ছে। এখানে শুটিং করতে এসে গা ছমছম করছে।’

তিনি বলেন, ‘পর্দায় কয়েক ভাবে দর্শকরা আমাকে দেখবেন। একবার তান্ত্রিক বা কালো জাদুকর হিসেবে আবার অদৃশ্য আক্রমণ মোকাবেলা করছি, এমন দৃশ্যে। সব মিলিয়ে কাজটি অন্যরকম। আশা করি, এটি আমার ক্যারিয়ারে ভিন্ন এক মাত্রা যোগ করবে। শুটিং চলবে মার্চের মাঝামাঝি পর্যন্ত। তারপর বাংলাদেশে আসব।’

ছবিতে তার সহশিল্পী হিসেবে আছেন জায়েদ খান। ছবিতে আরও অভিনয় করেছেন শামস হাসান কাদির, সানজানা মিতু, অনিক আহমেদ রানা ও শিমুল খান প্রমুখ। ছবিটি এ বছরই মুক্তি দেওয়ার কথা রয়েছে।
২৮ ফেব্রুয়ারী ২০১৭/এমটি নিউজ২৪ ডটকম/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে