বুধবার, ১২ এপ্রিল, ২০১৭, ১১:৪৫:৫৪

অপু সংসার করতে চায় না, অভিযোগ শাকিবের

অপু সংসার করতে চায় না, অভিযোগ শাকিবের

বিনোদন ডেস্ক: অপু চায় অভিনয়ে রেগুলার হতে। সে সংসার করতে চায় না। সে তো নিজেই বললো, ভাত রান্না করতে আসিনি। আমি এসেছি হিরোইন হতে।

মঙ্গলবার (১১ এপ্রিল) রাতে এক টিভি লাইভ শোতে এসব কথা স্মরণ করিয়ে দিয়ে স্ত্রী ও মা হিসেবে অপুর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন ঢালিউড কিং শাকিব খান।

তিনি বলেন, ছোট্ট বাচ্চাকে রেখে ২০ দিন, ২৫ দিন আউটডোরে কি করে থাকবে সে। একজন মা হিসেবে এটা কেমন চিন্তা? সে চেয়েছিলো আমার সঙ্গে আমেরিকা যেতে। সেখানে আমার সামনে মাসে একটা শো আছে। অপুর চাওয়ার মুখে তার জন্যও ভিসা করেছি। তাহলে আমি কোন কথাটা শুনলাম না তার।

শাকিব বলেন, অপু তো অনেক নায়কের সঙ্গেই অভিনয় করেছে। কিন্তু ওর কথায় আমাকে অন্য নায়িকার সঙ্গে সিনেমা করা থেকে বিরত থেকেছি।

বাইরে থেকে কেউ হয়তো অপু বিশ্বাসকে শিখিয়ে পড়িয়ে দিচ্ছে বলেও সন্দেহ প্রকাশ করেন শাকিব।
১২ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে