বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০১৭, ০৯:২৩:৫৩

বুবলী আমার স্বামীর জন্য পাগল : অপু বিশ্বাস

বুবলী আমার স্বামীর জন্য পাগল : অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক : একসময়ের সুপারহিট নায়িকা অপু বিশ্বাস মাঝে দীর্ঘদিন অন্তরালে চলে যাওয়ায় শাকিব খানের বিপরীতে জুটি বেঁধে অভিনয় করছেন শবনম বুবলি। দেশে ফেরার পর থেকে বুবলীর সাথে অপুর সম্পর্ক মোটেও ভালো যাচ্ছে না।

সম্প্রতি শাকিবের সঙ্গে বিয়ে ও সন্তানের কথা প্রকাশ করেন অপু। বুবলী এ প্রসঙ্গে অপুকে উদ্দেশ্য করে ফেসবুকে স্ট্যাটাস দেন। আজ বৃহস্পতিবার অপু বিশ্বাস বুবলীকে ‘পাগল’ বলে অভিহিত করেন অপু।

তিনি বলেন, ‘বুবলী পাগল, আমার স্বামীর জন্য পাগল, এজন্য আমি অনেক খুশি। শাহরুখ খানের স্ত্রী যেমন খুশি, তার স্বামীর জন্য অনেকে পাগল, আমি তেমনি খুশি আমার স্বামীর জন্য বুবলী পাগল। আমি গর্ব বোধ করি, আমার স্বামী একজন সুপারস্টার। তার জন্য মেয়েরা পাগল হবে এতেই আমি খুশি।’

এ সময় অপু বলেন, ‘আমার স্বামীর পরিচয়, তিনি একজন হিরো এবং স্টার। তার প্রফেশন লাইফে ফ্যামিলি হস্তক্ষেপ করবে এটা কখনোই আমি চাইনি। এখনো চাচ্ছি না। বুবলী কেন, শাকিব তো অনেক অভিনেত্রীর সঙ্গে কাজ করেছে। বুবলী কোনো সমস্যা নয়। কিন্তু মেয়েটা সব সময় আমাদের পারিবারিক বিষয়ে ঢুকে যায়। সমস্যাটা এখানে।’

তিনি আরো বলেন, ‘আমরা স্বামী-স্ত্রী, সন্তান নিয়ে যখন কথা বলছি তখন তার স্ট্যাটাস দেয়ার কি দরকার ছিল? বুবলী যদি আমাদের সাথে থেকে স্টার হতে চায় হোক না। এমন সময় সামনে আসতেই পারে যেদিন আমি, শাকিব কাজ করবো সেও আমাদের সঙ্গে কাজ করবে।’

অপুর অভিযোগ ‘বুবলী সব সময় আমাদের পারিবারিক বিষয়ে নাক গলিয়ে যাচ্ছে। এটা হাস্যকর। আমার কাছে মনে হয় মেয়েটার মাথা ঠিক-ঠাক নেই। একবার আমি তাকে ওয়ার্নিংও দিয়েছি। ও মনে হয় ভুলে গেছে আমি শাকিবের স্ত্রী। সে যেন ভবিষ্যতে আমাদের স্বামী-স্ত্রীর মধ্যে কোনো রকম নাক না গলায়।’
১৩ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে