বিনোদন ডেস্ক: বাবা সুপারস্টার আর মা জনপ্রিয় অভিনেত্রী। কিন্তু তারপরও সব আলো কেড়ে নিয়েছে ছয় মাসের ছোট্ট শিশু। তাকে ঘিরেই এখন আলোচনা। বড় হয়ে কী হবেন তিনি? কোথায় লেখাপড়া করবেন? এসবই সাধারণ মানুষের আলোচ্য বিষয়। বলা হচ্ছে তারকা দম্পতি কিংখান শাকিব ও অভিনেত্রী অপুর ছেলে আব্রাহাম খান জয়ের কথা। বাবা-মায়ের দাম্পত্য কলহ মিটে যাওয়ার পর তিনিই এখন সবচেয়ে বড় তারকা। জুনিয়র খান।
যেহেতু মা-বাবা দুজনই অভিনয়ের সঙ্গে জড়িত, স্বাভাবিক ভাবে সবাই ধারণা করছেন বড় হয়ে তিনিও দেশের চলচ্চিত্রের হাল ধরবেন। কিন্তু শাকিব কিংবা অপু কেউই চাচ্ছেন না চলচ্চিত্রে আসুক আব্রাহাম। তাহলে তাদের ইচ্ছেটা কী? শাকিব খান বলেন, ‘সে এখন অনেক ছোট। তাকে আমি একজন আদর্শ মানুষ হিসেবে বড় করার চেষ্ট করব। আর বড় হয়ে কী হবে এটা তার ইচ্ছের ওপর নির্ভর করবে।
কিন্তু আমি তাকে দেশসেরা ডাক্তার রূপে দেখতে চাই। মানুষের সেবা করাই সবচেয়ে উত্তম কাজ। আর ডাক্তার হয়ে সে অবশ্যই মানুষের সেবা করবে। সবাই শুধু জুনিয়র খানের জন্য দোয়া করবেন। ’ তিনি আরও বলেন, ‘আমি একদমই চাই না আমার ছেলে চলচ্চিত্রে আসুক। এটা অনেক কষ্টের একটা জায়গা। আমি জানি এখানে প্রতিষ্ঠিত হতে হলে কতটা কষ্ট করতে হয়। প্রতিটি মুহূর্ত নিজের সঙ্গে যুদ্ধ করতে হয়। অবশ্যই আমি তাকে সেই কষ্টের মুখে ছেড়ে দিতে পারি না। ’
শাকিব খান চাচ্ছেন ছেলেকে ডাক্তার হিসেবে দেখতে। আর অপুর চাওয়া দেশে নয় বিদেশে লেখাপড়া করুক তাদের ছেলে। এ বিষয়ে অপু বলেন, ‘সুপারস্টার বাবার ছেলে আব্রাহাম খান জয়। তাই তাকে সেভাবেই বড় করতে হবে। আমার ইচ্ছে তাকে বিদেশে গিয়ে লেখাপড়া শেখানোর। উচ্চশিক্ষায় তাকে আমি শিক্ষিত করতে চাই। আর সে একটি বিষয় আমি আগেও বলেছি, এখনো বলিÑ আমাদের ছেলে কখনোই কারো মনে দুঃখ দিবে না। কাউকে অসম্মান করবে না। ’
উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে জুনিয়র খান কী চলচ্চিত্রে আসবে? এমন প্রশ্নের উত্তরে অপু বলেন, ‘অবশ্যই না। আমি তাকে কখনোই নাটক বা চলচ্চিত্রে কাজ করতে দিব না। এখন সে যদি বড় হয়ে বাবার মতো সুপারস্টার হওয়ার ইচ্ছে পোষণ করে তবে সেটা ভিন্ন বিষয়। তবে আমার মনে হয় সে এমন কোনো ইচ্ছে পোষণ করবে না।’
১৪ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/টিটি/পিএস