রবিবার, ১৬ এপ্রিল, ২০১৭, ১২:৫০:৩৮

'আহা প্রেম! কিসে যে বাঁধা, এটা কেউ জানিনা আমরা'

 'আহা প্রেম! কিসে যে বাঁধা, এটা কেউ জানিনা আমরা'

বিনোদন ডেস্ক: চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান ও তার স্ত্রী অপু বিশ্বাস আর তাদের ছয়মাসের ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে পুরো শোবিজে চলছে তোলপাড়। আর সেই ইস্যু নিয়েই এবার মন্তব্য করলেন দেশের টিভি ও চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় নায়িকা ইপ্সিতা শবনম শ্রাবন্তী।  

তিনি আজ তার ফেসবুকে লিখেছেন, ‘অপু বিশ্বাসের মতো আরও কিছু অভিনেত্রী আছে, সবাই যদি এভাবে অপুর মতো মুখ খুলতে পারত, সব শয়তানগুলোর একটা হিসাব হতো। আহা প্রেম! কিসে যে বাঁধা, এটা কেউ জানিনা আমরা। কিন্তু যেটা ন্যায়, সেটাই যেন হয়। কারো সাথে অন্যায় যেন না হয়। ’
১৫ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে