বিনোদন ডেস্ক: হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি তার স্বামী ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদ ও সন্তানদের লালন-পালনের দায়িত্ব নিয়ে বেশ কিছুদিন ধরেই ঝামেলার মধ্যে পড়ে আছেন। এখন শোনা যাচ্ছে, হলিউডের এই বিখ্যাত অভিনেত্রী অভিনয় ছেড়ে দিচ্ছেন। এদিকে এমন খবর শুনে জেলি ভক্তরা হতাশ হয়েছেন।
স্বামীর সঙ্গে ঝামেলার জের ধরেই হয়তো অভিনয় থেকে অবসর নেওয়ার পরিকল্পনা করছেন তিনি। সম্প্রতি এমনটাই গুঞ্জন জোলিকে নিয়ে। তবে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষনা দেননি তিনি। এ প্রসঙ্গে জোলির একটি ঘনিষ্ঠসূত্র জানিয়েছে, অভিনয় থেকে অবসর নিয়ে লেখালেখি, পরিচালনা ও ছয় সন্তানের প্রতি নজর দিতে চান তিনি।
১৬ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস