রবিবার, ১৬ এপ্রিল, ২০১৭, ০৫:১৫:৫৩

এবার দীপিকার কারণে ‘পদ্মাবতী’র শুটিং বাতিল

এবার দীপিকার কারণে ‘পদ্মাবতী’র শুটিং বাতিল

বিনোদন ডেস্ক : একের পর এক বাধা লেগেই রয়েছে সঞ্জয়লীলা বানশালীর ‘পদ্মাবতী’র শুটিংয়ে৷ প্রথমে কর্ণি সেনার তাণ্ডবে ছাড়তে হল রাজস্থান৷ তারপর অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের হামলায় বাতিল করতে হল মহারাষ্ট্রের শুটিং পর্বও৷

এরপরও শুটিং চালিয়ে যাচ্ছিলেন বানশালী অ্যান্ড কোম্পানি৷ কিন্তু ফের বাধল বিপত্তি৷ না, এবার কোনও সেনা হামলা চালায়নি৷ এবার পরিচালকের বিপত্তির কারণ নায়িকা৷

এতে অবশ্য নায়িকার কোনও দোষ নেই৷ নায়িকার পিঠের দোষ৷ হ্যাঁ, পিঠের ব্যাথায় কাতর হয়ে পড়েছেন দীপিকা পাড়ুকোন৷ সেই কারণেই ‘পদ্মাবতী’র শিডিউল বাতিল করতে হয়েছে সঞ্জয়কে৷ শুটিংয়ের এক ইউনিট সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে ফ্লোরে গিয়েছিলেন দীপিকা৷ চিত্রনাট্যও চেয়ে পাঠিয়েছিলেন৷

চরিত্রের পোশাকের ট্রায়ালও হয়ে গিয়েছিল৷ কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পিঠে ব্যথা বাড়তে থাকে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ডাক্তার ডাকতে হয়৷ চিকিৎসক দীপিকাকে তিন দিন বিশ্রামের পরামর্শ দিয়েছেন৷ আর সম্পূর্ণ বিশ্রামই করতে হবে নায়িকাকে৷ সেই সঙ্গে করতে হবে কিছু ঘাড়ের এক্সারসাইজ৷

কিন্তু হঠাৎ করে এত ব্যথা কেমন করে হল দীপিকার৷ কেউ কেউ বলছেন এর কারণ হতে পারে পদ্মাবতীর ভারী ওজনের পোশাক ও গয়না৷ যা পড়ে দিন-রাত শুটিং করতে হচ্ছে দীপিকাকে৷ অনেকে আবার বলছেন, সপ্তাহ খানেক আগেই হেভি এক্সারসাইজ করেছিলেন ডিপি৷ এই ব্যথা তার ফলেও হতে পারে৷

কারণ যাই হোক, দীপিকার এই ব্যথা বুঝেছেন পরিচালক সঞ্জয়লীলা বনশালী৷ নায়িকাকে তিন দিনের ছুটি তিনি দিয়েই দিয়েছেন৷ সেই জায়গায় আপাতত শাহিদ কাপুর নিজের দৃশ্যগুলি শুট করে নিচ্ছেন বলে জানা গিয়েছে৷

১৬ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে