বিনোদন ডেস্ক: নতুন মিউজিক ভিডিও ‘ধোঁয়া’। গত ১৩ এপ্রিল রাতে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় ফুয়াদ ফিচারিং ইমরানের ‘ধোঁয়া’ গানটির অফিসিয়াল মিউজিক ভিডিও। গানটি প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই এর দর্শক প্রায় ৭ ছাড়িয়ে ৮ লাখের পথে। যা বাংলাদেশের কোনো গানের ইতিহাসে ইউটিউব রেকর্ড। দর্শকদের প্রশংসায় ভাসছে ধ্রুবর ইউটিউব চ্যানেল।
এ প্রসঙ্গে ইমরান বলেন, ‘আমি সত্যিই অভিভূত আমার সকল দর্শক-শ্রোতার ভালোবাসায়। গানটি দর্শক-শ্রোতার ভালো লেগেছে এটাই একজন সংগীতশিল্পী হিসেবে আমার বড় প্রাপ্তি। ধ্রুব মিউজিক স্টেশনকে ধন্যবাদ গানটিকে পছন্দ করে দর্শক-শ্রোতাদের উপহার দেওয়ার জন্য।’
উল্লেখ্য, ফুয়াদ আল মুক্তাদিরের সংগীতায়জনে গানটির কথা লিখেছেন আবদার রহমান। আর সুর এবং কন্ঠ দিয়েছেন ইমরান। ইমরানের সাথে গানটির মডেল হয়েছেন লিয়ানা লিয়া। গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী।
১৬ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস