বিনোদন ডেস্ক: প্রকাশ্য ঝামেলার পর ‘দ্য কপিল শর্মা শো’ ছেড়ে বেরিয়ে গিয়েছেন সুনীল গ্রোভার। যদিও চ্যানেলের সঙ্গে চুক্তি থাকার কারণে এখনও এ বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি সুনীল। একই সঙ্গে শো ছেড়ে বেরিয়ে গিয়েছেন আলি আসগর ও চন্দন প্রভাকরের মতো অভিনেতাও। প্রকাশ্য ঝামেলার পরেও সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকের সঙ্গেই যুক্ত ছিলেন কপিল। কিন্তু সম্প্রতি নাকি আলি আসগরকে টুইটারে আনফলো করে দিয়েছেন এই কমেডিয়ান।
‘দ্য কপিল শর্মা শো’-তে নানির ভূমিকায় দেখা যেত আলি আসগরকে। কিন্তু এই শো-তে যে তাঁকে আর প্রয়োজন নেই, তা যেন টুইটারে আনফলো করে ফের বুঝিয়ে দিলেন কপিল। অন্তত এমনটাই মত ইন্ডাস্ট্রির একটা বড় অংশের।
সূত্রের খবর, ইতিমধ্যেই ওই শো-এর টিআরপি অনেকটাই কমে গিয়েছে। জনপ্রিয়তার নিরিখে পিছিয়ে পড়েছেন কপিল নিজেও। শোনা যাচ্ছে, নতুন শো নিয়ে ওই একই চ্যানেলে আসছেন সুনীল। তা ভবিষ্যতে দর্শকদের মন জিতবে কি না তা-ই সেটাই এখন দেখার।-আনন্দবাজার
১৬ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস