রবিবার, ১৬ এপ্রিল, ২০১৭, ১০:৩৪:৩৩

নতুন চমক নিয়ে বড় ঘোষণা দিলেন প্রসেনজিৎ

নতুন চমক নিয়ে বড় ঘোষণা দিলেন প্রসেনজিৎ

বিনোদন ডেস্ক : তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনিই ‘ইন্ডাস্ট্রি’। এই বাংলা ছবির দুনিয়ার বহু ভাঙা-গড়ার সাক্ষী তিনি। আর সময়ের সেই ওঠাপড়াকে অঙ্গ করেই বদলে বদলে গিয়েছেন তিনি নিজেও। তার সমসাময়িকরা যখন অভিনয় দুনিয়া থেকে অনেকখানি দূরে, তখন তিনি নিজেকে এই পরিবর্তিত দুনিয়ার সঙ্গে মানিয়ে নিয়ে হয়ে উঠেছেন সমকালীন।

সেই ‘অমর সঙ্গী’ থেকে ‘জাতিস্মর’- তার অভিনয়ের শঙ্খচিলের উড়ান আজও একইরকম। আর তাই আজও তার নামের পাশেই বসতে পারে ‘ওয়ান’। সেই তিনি এবার করলেন এক বড় ঘোষণা। টলি ইন্ডাস্ট্রির জন্য যা নিঃসন্দেহে চমকপ্রদ।

সম্প্রতি ‘ওয়ান’ ছবির প্রচারে এসেছিলেন প্রসেনজিৎ। সেখানেই নিজের কেরিয়ারের এই বড় দিকবদলের কথা শোনালেন ‘মিঃ ইন্ডাস্ট্রি’। টলিপাড়ার এক নম্বর হওয়া থেকে দীর্ঘদিন সে খ্যাতি ধরে রাখা-সময়ের এ পরীক্ষায় তিনি সফলভাবে উত্তীর্ণ। প্রশ্ন ছিল, তাহলে এরপর নিজেকে কোথায় দেখতে চান তিনি? উত্তরে এল চমক।

জানালেন, “প্রত্যেক পাঁচ-ছ বছর ছাড়া ছাড়া আমার প্ল্যানিং কী থাকে, তা আমি আগে থেকেই বলতে থাকি। সে ছবি করা হোক কিংবা ছেলেকে স্কুলে ভর্তি করা- সবটাই আমার প্রি প্ল্যানড। আমার কেরিয়ারটারও একটা পরিকল্পনা থাকে, তার আশি বা নব্বই শতাংশ কাছাকাছি পৌঁছানো যায়। সেটাই আমার গোল, তাতে পৌঁছনোর চেষ্টাটা সবসময় করি। অভিনেতা হিসেবে ভাল কাজ করব, সে প্ল্যানিং তো আছেই। সিনেমার বাইরে তো অন্য কিছু করব না। কোনওকিছু করতে চাইও না। সত্যি কথা এর বাইরে কিছু জানি না, জানতে চাইও না। তবে আগামী দু-তিন বছরের মধ্যে নিজেকে পরিচালক হিসেবে ন্যাশনাল লেভেলে দেখতে চাই।”

বাংলা ছবি তার পরিচালনার স্বাদ আগেই পেয়েছে। এবার জাতীয় স্তরেও নিজেকে মেলে ধরতে চান তিনি। বরাবরই নিজেকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলেন । আর সে চ্যালেঞ্জের মধ্যে থেকেই উঠে আসে আর একটা নতুন করে প্রসেনজিৎ। ঠিক যেভাবে ‘নায়ক’ প্রসেনজিৎ থেকে বদলে গিয়েছিলেন জাতিস্মরে। সেই চ্যালেঞ্জ নিয়ে তার বক্তব্য, “এবার এটার পিছনে আর একটা যুদ্ধ, আর একটা লড়াই, আর একটা নতুন প্রসেনজিতের জন্ম হবে।” সংবাদ প্রতিদিন।
১৬ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে