বিনোদন ডেস্ক: পুরান ঢাকার বাসিন্দা জাহিদ হাসান। তাকে সবাই বড় ভাই বলে চেনেন। তিনি সবার বিপদে আপদে পাশে দাঁড়ান। তাছাড়া তার চরিত্রে কোনো দাগ নেই। সেকারণে সবাই বলে থাকে ‘ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র’।
এমন গল্পের একটি নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন জাহিদ হাসান। নাটকের নাম ‘ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র’। জাহিদ হাসান জানান, এই নাটকে তার চরিত্রের নাম শামসু। পুরান ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং শেষ হয়েছে। কাজ করে মনে হয়েছে নাটকটি প্রচারে আসলে সাড়া ফেলবে।
নাটকটি রচনা করেছেন আকাশ রঞ্জন ও পরিচালনা করেছেন শেখ সেলিম। নির্মাতার ভাষ্য, ‘পুরাতন ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকের চিত্রায়ন করা হয়েছে। বর্তমানে নাটকটির সম্পাদনার কাজ চলছে। আসছে ঈদে একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে ‘ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র’।
নাটকে জাহিদ হাসান ছাড়াও অভিনয় করেছেন পিয়া বিপাশা, ফারুক আহমেদ, আবদুল্লাহ রানা, পিয়া বিপাশা, তারেক স্বপন, মাহমুদা আক্তার নিশা, মোশাররফ হোসেন, বাশার বাপ্পি, অরণ্য বিজয় প্রমুখ।
১৭ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/টিটি/পিএস