সোমবার, ১৭ এপ্রিল, ২০১৭, ০৮:০৮:৪৩

হাসপাতালে অপু, শুট্যিংয়ে শাকিব খান!

হাসপাতালে অপু, শুট্যিংয়ে শাকিব খান!

বিনোদন ডেস্ক : ১৬ এপ্রিল থেকে শাকিব-অপুর ছেলে আব্রাম খান জয় অসুস্থ হয়ে পড়েছেন। সন্তানের অসুস্থতায় বেশ শঙ্কিত অপু বিশ্বাস। তাই পাগল হয়ে ছুটেছেন হাসপাতালে। চিকিৎসা করাচ্ছেন জয়ের। অপুর ঘনিষ্টসুত্রে এ তথ্য জানা গেছে। তবে এমন বিপদের সময় অপুর পাশে নেই স্বামী শাকিব খান।

তারকাদের জীবন বলে কথা। মানুষের বিনোদনের খোরাক মেটাতে গিয়ে নিজেদের জন্যই সময় বের করতে পারেন না তারকারা। বিশেষ বিশেষ দিনগুলোতেও তাদের পেশাগত কাজ নিয়ে পড়ে থাকতে হয়। এমনকি পারিবারিক বিভিন্ন বিপদেও সময়মতো হাজির থাকতে পারেন না তারা।

তেমনই ঘটনা ঘটলো ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খানের জীবনে। সম্প্রতি প্রকাশ্যে আসা তার স্ত্রী অপু বিশ্বাস ও সন্তান আব্রাম খান জয় সম্পর্কে এখন সবাই জানেন। আলোচনা-সমালোচনার জন্ম দিয়ে অবশেষে স্ত্রী-পুত্রকে মেনে নেন শাকিব। এর ফলে ঢালিউড জুড়ে যেন একটা শীতল হাওয়া বয়ে যায়।

সন্তানের অসুস্থতা এড়িয়েও শুটিং নিয়েই ব্যস্ত হতে হলো শাকিবকে। শামীম আহমেদ রনি পরিচালিত ‘রংবাজ’ ছবিতে অভিনয়ের জন্য শাকিব এখন পাবনায়। অসুস্থ জয়কে নিয়ে বিপাকে অপু বিশ্বাস।

এদিকে, আগামীকাল (১৮ এপ্রিল) শাকিব-অপুর বিবাহবার্ষিকী। ২০০৮ সালের ১৮ এপ্রিল তারা বিয়ে করেন। এতোদিন সাধারণ মানুষের আড়ালে থাকলেও তাদের দাম্পত্য জীবন সম্পর্কে সবাই জানে এখন। প্রকাশ্যে আসার পর এটিই তাদের প্রথম বিবাহবার্ষিকী।

আফসোসের বিষয় হলো, এই প্রথম বিবাহবার্ষিকীতেই শাকিব খান থাকতে পারছেন না অপুর পাশে। শুটিংয়ের কাজ নিয়ে পাবনায় ব্যস্ত তিনি। অন্যদিকে একমাত্র সন্তান অসুস্থ! এরপরও কি শাকিব খান কাজের অজুহাতে দূরে থাকবেন?
১৭ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে