সোমবার, ১৭ এপ্রিল, ২০১৭, ০৯:৫৬:২২

হলিউড প্রযোজককে লুঙ্গি ড্যান্স শেখালেন শাহরুখ খান

 হলিউড প্রযোজককে লুঙ্গি ড্যান্স শেখালেন শাহরুখ খান

বিনোদন ডেস্ক: স্যান ফ্রানসিস্কো ফিল্ম ফেস্টিভ্যালের ৬০তম অনুষ্ঠান উদযাপিত হয় শুক্রবার। ওই অনুষ্ঠানে শাহরুখ খানকে সম্মান প্রদান করা হয়। ছবির পর্দায় প্রযোজকদের কথা মতো নাচানাচি করলেও, এবার তিনি খবরের শিরোনামে এসেছেন এক প্রযোজককে নাচের স্টেপ শিখিয়ে।

ব্রেট র‌্যাটনার। হলিউডের নামী প্রযোজক তো বটেই, তার ঝুলিতে রয়েছে ‘এক্স-মেন: দ্য লাস্ট স্ট্যান্ড’ ও ‘রাশ আওয়ার’র মতো ব্লকবাস্টার ছবিও। শাহরুখ খান এবার সেই ব্রেট র‌্যাটনারকেই ‘লুঙ্গি ড্যান্স’র স্টেপ শেখালেন।

তাও ভরা সভাগৃহে, স্টেজের উপরে। কিন্তু শিক্ষকের ক্যারিশমা এতটাই যে, ছাত্র ব্রেট খুব সহজেই তা শিখে ফেলেন।

এ সময় শাহরুখের সঙ্গে কথা বলে অভিভূত হলিউড প্রযোজক-পরিচালক ব্রেট র‌্যাটনার।

তিনি বলেন হলিউডের জ্যাকি চ্যান, দ্য রক, টম হ্যাঙ্কস ও টম ক্রুজের সম্মিলিত রূপ হলেন শাহরুখ খান।
১৭ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে