সোমবার, ১৭ এপ্রিল, ২০১৭, ১১:১২:৩৯

মনে আছে এই নায়িকাকে? নাকি ভুলে গেছেন!

মনে আছে এই নায়িকাকে? নাকি ভুলে গেছেন!

বিনোদন ডেস্ক : ২০০৫ সালে 'লাকি' ছবির মাধ্যমে বলিউডে অভিষেক। তারপর বেশকিছু ছবিতে অভিনয় করেছেন। কিন্তু দর্শকের মন জয় করতে ব্যর্থ হয়ে ফিরেছেন। তার অভিনীত পরবর্তী ছবিগুলি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। বলিউড ছাড়াও বেশকিছু তামিল ও তেলেগু ছবিতে অভিনয় করেছেন।

'লাকি : নো টাইম ফর লাভ' হিট করলেও, অভিনয় জগতে তেমনটা একটা জায়গা তৈরি করতে পারেননি। আজকাল তাকে প্রায় দেখা যায় না বললেই চলে। সম্প্রতি মুম্বাইয়ের এক অনুষ্ঠানে তাকে দেখা যায় বহুদিন পর। তবে অন্য কারণে খবরের শিরোনামে এসেছেন এই অভিনেত্রী। সম্প্রতি সোশাল মিডিয়ায় নিজের কয়েকটি আকর্ষণীয় ছবি শেয়ার করেন।

সাদা-কালো ওই ছবিতে সুমিং পুলে দেখা যাচ্ছে স্নেহা উল্লালকে। এই ছবি শেয়ার করতেই তাকে নিয়ে নতুন আল্পোচনা শুরু হয়েছে সামাজিক মাধ্যমে। এর আগে ভারতের টি-২০ বিশ্বকাপ চলাকালীন আলোচনা এসেছিলেন গেইলের সুবাদে। ওয়েস্ট ইন্ডিসের টিম হোটেল ক্রিস গেইলের সাথে দেখা করেন তিনি। এসময় স্নেহাকে ‘বেডি ডল’ বলে সম্ভাষণ করেছিলেন ক্যারিবীয় ব্যাটিং দানব।
১৭ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে