মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭, ১২:৫৭:৩৬

এত সমালোচনার পরেও বিবাহবার্ষিকীতে বুবলীর সঙ্গে শাকিব!

এত সমালোচনার পরেও বিবাহবার্ষিকীতে বুবলীর সঙ্গে শাকিব!

বিনোদন ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় তারকা শাকিব খান ও অপু ইসলাম খান ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন। সেই হিসেবে আজ তাদের ১০ম বার্ষিকী।

ক্যারিয়ারের কথা ভেবে এতোদিন তারা গোপন করেছিলেন বিয়ে ও সন্তানের কথা। সম্প্রতি ৯ বছর পর স্ত্রীর মর্যাদার দাবি নিয়ে মিডিয়ার সামনে আসেন অপু।

সমালোচনার মুখে পড়েন শাকিব খান। সেই সমালোচনা থেকে বাঁচতে স্ত্রী ও ৬ মাস বয়সী সন্তান আব্রাম খান জয়কে মেনে নিয়েছেন শাকিব।

কিন্তু বিয়ের দিনেও 'রংবাজ' ছবির শুটিংয়ে ব্যস্ত তিনি। সঙ্গে রয়েছেন নায়িকা বুবলী। তাও ঢাকার বাইরে পাবনায়।

'সুপারস্টার'র ব্যস্ততা থাকবেই তাই বলে এমন বিশেষ দিনে শুটিং না করলে কি চলতো না? এ নিয়ে প্রশ্ন উঠেছে।  

গুঞ্জন শোনা যাচ্ছে, শাকিব খান মন থেকে অপুকে মেনে নেননি। মেনে নিলে বিবাহবার্ষিকীতে অন্তত শুটিং পেছাতে পারতেন।

শাকিব বলেন, ঈদের টার্গেট নিয়ে সিনেমাটি তৈরি হচ্ছে। তাই শুটিং পেছাতে চাইছি না।

এদিকে বিবাহবার্ষিকীর পরিকল্পনার কথা জানতে অপুর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,  আমি এখন বাইরে আছি। পরে কথা বলবো এ বিষয়ে।
এমটিনিউজ২৪ডটকম/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে