মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭, ০২:১৪:৪৯

‘মা হারানোর কষ্টের মুখোমুখি হওয়া আর বালুচরে মাথা ঠোকা একই কথা’

‘মা হারানোর কষ্টের মুখোমুখি হওয়া আর বালুচরে মাথা ঠোকা একই কথা’

বিনোদন ডেস্ক: মা প্রিন্সেস ডায়নার আকস্মিক মৃত্যুতে তীব্র কষ্টে প্রিন্স হ্যারিকে (৩২) দীর্ঘ ১৬টি বছর মনোচিকিৎসকের দারস্থ হতে হয়।  মায়ের আকস্মিক মৃত্যুতে পুরোপুরি ভেঙে পড়েছিলেন তিনি।

সোমবার দ্য টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত এক সাক্ষাৎকারে হ্যারি এসব কথা বলেন।

মাত্র ১২ বছর বয়সে মাকে হারান হ্যারি। তিনি বলেন, ১৯৯৭ সালে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যুর পর বছরের পর বছর ধরে আবেগ এড়িয়ে চলার চেষ্টা করেছিলেন। কারণ তার ভাষায়, মা হারানোর কষ্টের মুখোমুখি হওয়া আর বালুচরে মাথা ঠোকা একই কথা।

হ্যারি জানান, বিপর্যস্ত দশা কাটাতে তাকে ২৮ বছর বয়স পর্যন্ত মনোচিকিৎসকের শরণাপন্ন হতে হয়। এ কষ্ট কাটিয়ে উঠার ক্ষেত্রে পরিবারের অন্যান্য সদস্যের পাশাপাশি তার বড় ভাই প্রিন্স উইলিয়ামের ‘অনেক সহযোগিতা’ পান তিনি।

অতীত দু:খ এবং মানসিক সমস্যা কাটাতে সহায়তা নেয়ার কথা স্মরণ করে প্রিন্স বলেন, সংবাদমাধ্যমের অতি আগ্রহের প্রতি তার খুবই অনীহা ছিল। ফলে ব্যক্তিগত বিষয় নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হতে তাকে খুব কমই দেখা গেছে।

উল্লেখ্য, ১৯৯৭ সালের ৩১ আগস্ট প্যারিসের আন্ডারপাসে মর্মান্তিক এক গাড়ি দুর্ঘটনায় ডায়না ও তার বন্ধু দোদি নিহত হন।

তাদের ফরাসি গাড়ি চালক হেনরি পল ফটোগ্রাফারদের এড়াতে দ্রুত গাড়ি চালিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
১৮ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে