মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭, ০৪:৩৮:৫৪

কপিল-সুনীলের ঝগড়া মেটাতে আসরে ঋষি!

কপিল-সুনীলের ঝগড়া মেটাতে আসরে ঋষি!

বিনোদন ডেস্ক: কপিল শর্মা-সুনীল গ্রোভার লড়াইতে এ বার নাটকীয় ভাবে ঢুকে পড়লেন ঋষি কপূর। বিভিন্ন ইস্যু নিয়ে বিতর্কিত টুইট করা ঋষির স্বভাব। কপিল-সুনীল ইস্যুই বা বাদ যাবে কেন? প্রকাশ্য ঝামেলা, ক্ষমা চাওয়া— কোনও কিছুর বিনিময়েই ‘দ্য কপিল শর্মা শো’তে আর ফিরতে চান না সুনীল গ্রোভার।

যদিও চ্যানেলের সঙ্গে চুক্তি থাকার কারণে এখনও এ নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি সুনীল। কিন্তু তাঁর আচরণে এই ইঙ্গিত স্পষ্ট। এ বার এই দুই কমেডিয়ানের ঝামেলা মেটাতে স্বয়ং ঋষি কপূর আসরে নামলেন বলে মনে করছেন ইন্ডাস্ট্রির একটা বড় অংশ।

সোমবার রাতে ঋষি টুইট করেন, ‘আইপিএল। সানরাইজার্স হায়দরাবাদ টিমে কপিল শর্মার মতো দেখতে এক জন আছেন। কেউ কি সুনীল গ্রোভারকে কোনও টিমে খুঁজে পাচ্ছেন? বন্ধুরা এক হও।’

মজা করেই ঋষির এই টুইটের জবাব দিয়েছেন সুনীল। ঋষি ও কপিলকে ট্যাগ করে তিনি লিখেছেন, ‘আমি এই সিজনে খেলছি কারণ। কারণ আমি অবসর নিয়েছি…।’-আনন্দবাজার
১৮ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে