মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭, ০৪:৫১:২৯

আমি কখনই আজানের বিরোধিতা করিনি : সোনু নিগম

আমি কখনই আজানের বিরোধিতা করিনি : সোনু নিগম

বিনোদন ডেস্ক : সোমবার সকাল থেকেই গোটা দুনিয়ায় বলিউড গায়ক সোনু নিগমকে নিয়ে হইচই ৷ ‘আজান’ নিয়ে ট্যুইট করায় বিতর্কের কেন্দ্রে উঠে এসেছেন সোনু নিগম ৷ সব মহলেই সোনুকে নিয়ে শুরু হয়েছিল তুমুল বচসা৷ এমনকী, সোনুর এই ট্যুইট নিয়ে মুখ খুললেন বর্ষিয়ান কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল ৷

মঙ্গলবার আহমেদ প্যাটেল ট্যুইট করে লিখলেন, ‘নামাজের জন্য আজানের দরকার হয়, কিন্তু তার জন্য লাউড স্পীকারের প্রয়োজন নেই!’ সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মার্কণ্ডেয় কাটজু প্রশ্ন তুলেছিলেন, কীর্তন বা রামায়ণের সময়ও লাউডস্পিকার ব্যবহার করা হয়৷ তাহলে কি বিজেপি শাসিত রাজ্যগুলি এর উপর নিষেধাজ্ঞা আরোপ করতে সমর্থ হবে?

তবে এই বিতর্কে ইতি টানতে সোনু নিগম ফের ট্যুইট করলেন৷ সোনুর ট্যুইটে লিখলেন, ‘আমার মন্তব্যকে ভুলভাবে নেওয়া হয়েছে৷ অর্থ পরিবর্তন হয়েছে৷ আমি কখনই আজান বা আরতির বিপক্ষে নই৷ আমি বিরোধিতা করেছি লাউড স্পীকারের!’

সোমবার সকাল থেকেই বলিপাড়ায় শুরু হল নতুন বিতর্ক৷ না কোনও নায়ক বা নায়িকাকে নিয়ে নয়, এবার বিতর্কে জড়িয়ে পড়লেন জনপ্রিয় বলিউড গায়ক সোনু নিগম৷ বিতর্কে জড়ালেন একটি ট্যুইটের মধ্যে দিয়েই ৷

সোমবার সোনু নিগম লিখলেন, ‘মুসলিম নই ৷ তবুও আজান শুনে জাগতে হয়৷ মন্দির হোক বা গুরুদ্বার, মাইকে ধর্মীয় গান বাজানোর বিরোধিতা করছি!’

সোনু নিগমের এই ট্যুইট ঘিরে গোটা ট্যুইটারে বিতর্কে ঝড় উঠেছে৷ নানা মহলের মানুষই সোনু নিগমের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে৷
১৮ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে