বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭, ০৩:৩০:২৬

‘ভারতে এভাবে আযান দেয়া বন্ধ করা উচিত’

 ‘ভারতে এভাবে আযান দেয়া বন্ধ করা উচিত’

বিনোদন ডেস্ক: মুসলমানদের আযান নিয়ে বিতর্কিত বক্তব্য দেয়া ভারতীয় সঙ্গীত শিল্পী সনু নিগম আগের বক্তব্যেই অটল থাকলেন। টাইমস অব ইন্ডিয়ার ফেসবুক পেজে প্রচারিত লাইভ সংবাদ সম্মেলনে তিনি বলেন, কেবল মসজিদই নয়, মন্দির, গীর্জা বা গুরুদুয়ারায় মাইকের মাধ্যমে শব্দ করার অধিকার নেই।

এভাবে উচ্চ শব্দে অন্যকে বিরক্ত করাকে আবারো 'গুন্ডাগিরি' বলে অভিহিত করেন সনু নিগম। বুধবার দুপুরে মুম্বাই এর নিজস্ব বাসভবনে গণমাধ্যমের কাছে সাক্ষাৎকার দেন সনু নিগম। নবভারত টাইমস অনলাইন ফেসবুক পেজে সংবাদ সম্মেলনটি সরাসরি সম্প্রচার করে।

সনু নিগম গত সোমবার তার টুইটার বার্তায় ভারতের মতো দেশে আযান দেয়া বন্ধ করা উচিত বলে মন্তব্য করেন। সেখানে তিনি আযান দেয়াকে 'গুন্ডাগিরি'র সাথে তুলনা করেন।

মুসলিমদের সাথে তার বন্ধুত্ব আছে উল্লেখ করে সংবাদ সম্মেলনে সনু নিগম বলেন ভাষাগত কারণে তার টুইটারটি কঠিন মনে হতে পারে, কিন্তু মুসলমানদের নবী মুহম্মাদকে অসম্মান করার কোন ইচ্ছা তার ছিল না।

সনু নিগম বলেন, তিনি সঙ্গীত আয়োজন রাত ১০টার মধ্যেই শেষ করেন। আযানের মাধ্যমে প্রতিদিন বিরক্ত হন উল্লেখ করে সকলের স্বার্থে আযান বা মন্দিরের আওয়াজ গভীর রাতে হওয়া উচিত নয় বলে জানান তিনি।

তিনি বলেন, মুসলমানরা আযান দিক, তাতে আপত্তি নেই, কিন্তু মাইকের মাধ্যমে তা যেন কাউকে বিরক্ত না করে।  
১৯ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে