বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭, ০৩:৩৫:৩৪

এবার আসছে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা 'মহাভারত'

এবার আসছে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা 'মহাভারত'

বিনোদন ডেস্ক: ভারতীয় সিনেমায় নতুন ইতিহাস রচিত হচ্ছে। ভারতীয় ব্যবসায়ী বি আর শেট্টি ভারতে 'মহাভারত' তৈরির জন্য প্রায় হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছেন।

এত বড় বাজেটের ছবি যা আগে দেখেনি বলিউড ইন্ডাস্ট্রি। সিএনএন এ প্রকাশিত সিনেমার নাম হিসেবে উল্লেখ করা হয়েছে 'রানদামহাজম'।
 
ভারতীয় মিডিয়ার খবর, ছবির নাম হবে 'দ্য মহাভারত'। পরিচালক ভি এ শ্রীকুমার মেননের নির্দেশনায় এই ছবি তৈরি হবে দুটি ভাগে। ২০১৮ এর সেপ্টেম্বর থেকে শুটিং শুরু হবে বলে জানা গিয়েছে। ছবির প্রথম পর্যায় ২০২০ সালে মুক্তির পরিকল্পনা রয়েছে।
 
প্রযোজক বি আর শেট্টি বলেছেন, 'প্রাথমিকভাবে ছবিটি ইংরেজি, হিন্দি, মালয়লাম, কানাড়া, তামিল, তেলুগু ভাষায় শুট করা হবে। এ ছাড়া অন্যান্য বিদেশি ভাষাতেও ছবিটি ডাব করাও হবে। '

এই ছবিতে বহু নামজাদা ভারতীয় এবং হলিউড-সহ বিদেশি অভিনেতা-অভিনেত্রীকে দেখা যাবে বলে খবর।
 
ছবির চিত্রনাট্য লিখছেন পদ্মভূষণজয়ী এমটি বাসুদেবেন নায়ার। তার কথায়, 'আমি নিশ্চিত এই ছবি ১০০টিরও বেশি ভাষায় তৈরি করা হবে এবং ৩০ কোটি জনতা দেখবে। '

তবে অভিনয়ে কারা থাকছেন তাদের নাম এখনো জানা যায়নি।-সিএনএন, আনন্দবাজার
এমটিনিউজ২৪ডটকম/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে